বিশ্বে প্রথম চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে ভারত, গর্বিত রাষ্ট্রপতি জানালেন শুভেচ্ছা

president-droupadi-murmu-congratulates-isro-on-successful-chandrayaan

প্রায় ৪০ দিনে যাত্রার পর চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। বিক্রমের সফল অবতরণে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ” এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ যা ভারতকে গর্বিত করেছে”। চাঁদে অবতরণের লাইভ-টেলিকাস্ট দেখার পরে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রপতি বলেছেন যে, “বিজ্ঞানীরা চন্দ্রযান -৩ অবতরণের মাধ্যমে ইতিহাস তৈরি করেছেন এটি এমন একটি ঘটনা যা জীবনে একবার ঘটে”। 

রাষ্ট্রপতি আরও বলেন, “আমি ISRO, চন্দ্রযান-৩ মিশনে জড়িত সবাইকে অভিনন্দন জানাই এবং তাদের আরও বড় সাফল্য কামনা করি”। ভারত বিশ্বের প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। গর্বিত গোটা ভারতবাসী। রচিত হয়েছে এক ইতিহাস। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

   

এবার বিক্রম থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। এটি মাত্র ১ দিন চাঁদে থাকবে। পৃথিবীর ১৪ দিন হল চাঁদের ১ দিন। চাঁদের মাটিতে নেমে প্রজ্ঞান হিলিয়াম, হাইড্রোজেন সহ সমস্ত কিছু পরীক্ষা করবে। ইসরোর এই বিশেষ সাফল্যে গর্বিত ভারতবাসী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন