ব্লু প্রিন্ট তৈরি, রাজ্যে সরকার গড়তে চলেছে প্রশান্ত কিশোরের দল!

লোকসভা ভোট মেটার পর ফের আসরে নামলেন ভোটকূশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আগামী ২০২৫ সালেই বিহারে রয়েছে বিধানসভা ভোট। আর আসন্ন এই ভোটে তাঁর দল…

লোকসভা ভোট মেটার পর ফের আসরে নামলেন ভোটকূশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। আগামী ২০২৫ সালেই বিহারে রয়েছে বিধানসভা ভোট। আর আসন্ন এই ভোটে তাঁর দল কতগুলি আসনে লড়বে সেই ব্যাপার বড় ঘোষণা করলেন প্রশান্ত কিশোর।

আজ রবিবার বিহারের পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোটকূশলী জানালেন, “২০২৫ সালে, জন সুরাজ ২৪৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কমপক্ষে ৪০ জন মহিলা প্রার্থী মনোনীত হবেন। আমরা এটাও বলেছি যে, ২০৩০ সালে জন সুরাজ থেকে ৭০-৮০ জন মহিলাকে নেতা করা হবে। এটা নারী সেলের সভা ছিল না, এটা ছিল সত্যিকার অর্থে নারী নেতৃত্ব তৈরির প্রয়াস। যতদিন পর্যন্ত নারীরা অর্থনৈতিক স্বাধীনতা না পাবে, ততদিন তাদের সমান অংশগ্রহণ সম্ভব নয়।”

   

বিহারে প্রশান্ত কিশোর সরকার গড়বেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আগামী ২০২৫ সালে যখন জন সুরজ সরকার গঠিত হবে, তখন কাউকে ১০-১২ হাজার টাকার কাজের জন্য বিহার ছাড়তে বাধ্য করা হবে না। এ জন্য আমরা একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট তৈরি করেছি।’

এদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজের কর্মীরা পরিবারবাদকে তীব্র নিশানা করেছেন। পাটনায় লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পোস্টার সাঁটিয়েছেন জন সুররাজ কর্মীরা। এই পোস্টারের মাধ্যমে অভিযোগ করা হয়েছে, স্বজনপোষণের কারণে অন্য যাদব নেতাদের এগোতে দেওয়া হচ্ছে না। এই পোস্টারের মাধ্যমে লালুপ্রসাদ যাদবকে সরাসরি নিশানা করা হয়েছে। পোস্টারে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে লালু প্রসাদ যাদব কেবল তাঁর পরিবারের কথা ভাবেন এবং অন্যান্য যাদব নেতাদের রাজনৈতিকভাবে বেড়ে উঠতে দেন না।