জল্পনা বাড়িয়ে বিজেপির প্রশংসা করলেন প্রশান্ত কিশোর

Prashant Kishor

ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তে একমত প্রশান্ত কিশোর (Prashant Kishore) নূপুর শর্মা এবং নবীন জিন্দলের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে দল। তাতে সমর্থন জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। বুধবার, বিহারে এক কর্মসূচির ফাঁকে তিনি তাঁর মত প্রকাশ করেছেন।

হজরত মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত নূপুর শর্মা এবং নবীন জিন্দল। বিজেপি তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর অনেকে পার্টির সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে নূপুর শর্মার নাম। যদিও বিজেপির সিদ্ধান্তে কোনো ভুল দেখছেন না প্রশান্ত কিশোর।

   

পিকে বলেছেন যে যারা ধর্ম ও জাতির নামে সমাজে অস্থিরতা তৈরি করতে চাইবে তাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিটে হবে। যদিও নিজের বক্তব্যের কোথাও নূপুর শর্মা কিংবা অন্য কারও নাম তিনি নেননি। তাঁর মতে, ভারত গণতান্ত্রিক দেশ। আইনকে আইনের মতোই চালনা করা উচিৎ।

বিহারে জন সুরজ যাত্রায় ছিলেন প্রশান্ত কিশোর। বিভিন্ন এলাকায় গিয়ে তিনি কথা বলছেন সাধারণ মানুষ, জনপ্রতিনিধিদের সঙ্গে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন