পাটনা: ছটপুজো উপলক্ষ্যে ‘ঘরে ফিরতে’ বিহারীদের দুর্ভোগের কথা তুলে ধরে বিজেপিকে বিঁধেছিলেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishore)। গুজরাটে কোটি টাকার বুলেট ট্রেন, অথচ এনডিএ (NDA) সরকার থাকা সত্ত্বেও বিহারীদের বাড়ি ফেরার জন্য ট্রেনে একটা আসন পর্যন্ত নেই, বলে তোপ দেগেছিলেন ভোটকুশলী, বর্তমানে রাজনীতিক পিকে।
এবার বিহারের নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে ছটে ‘ঘরে ফেরা’ পরিযায়ী বিহারীদের উদ্দেশ্যে বড় ঘোষান করলেন তিনি। পিকে বলেন, আসন্ন নির্বাচনে (Bihar Assembly Election) যদি বিহারের মানুষ জন সুরজকে (jan Suraaj Party) ভোট দেয়, তাহলে ঘরবাড়ি, আপনজন ছেড়ে ভিনরাজ্যে কাজে যেতে হবে না, বলে ঘোষণা করলেন জন সুরজ-প্রধান প্রশান্ত কিশোর।
সীতামারিতে নির্বাচনী প্রচারে নেমে তিনি বলেন, “বিহারের যুবকরা এই রাজ্যেই কাজ করতে চায়। এবার বিহারে মানুষের সরকার আসতে চলেছে”। শুক্রবারও বিহারের পরিযায়ী সমস্যা নিয়ে নীতিশ (Nitish Kumar) সহ লালুর (Lalu Yadav) বিরুদ্ধে তোপ দাগেন কিশোর।
তিনি বলেছিলেন, “এটা জন সুরাজের জন্মভূমি। সাড়ে ৩ বছর আগে বিহারের মাটিতে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা সংকল্প করেছি যে বিহারের জনগণের ‘রাজনৈতিক শ্রমের’ অবসান ঘটাব। যেখানে তারা লালুকে ভয় পেলে বিজেপিকে ভোট দেয়। আবার ঠিক তার উল্টোটাও হয়। আগামী ১০-১৫ দিনের মধ্যে, বিহারের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিদ্যমান ব্যবস্থাতেই থাকতে চান নাকি তারা পরিবর্তন আনতে চান”।
উল্লেখ্য, আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে ২০২৫ বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election) হতে চলেছে, যার ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। পিকের জন সুরজ এককভাবে মোট ২৪৩ টি বিধানসভা আসনেই লড়তে চলেছে। বর্তমান শাসক জোট এনডিএ-তে রয়েছে বিজেপি, জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ) এবং রাষ্ট্রীয় লোক মোর্চা।
অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দলের (RJD)) নেতৃত্বে মহাগঠবন্ধনে কংগ্রেস পার্টি, দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (সিপিআই-এমএল), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) (সিপিএম) এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) অন্তর্ভুক্ত রয়েছে।


