Prasant Kishor: শেয়ার মার্কেটে আসতে পারে বিরাট পরিবর্তন, ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর

পঞ্চম লোকসভা ভোট শেষ হতেই লোকসভা ভোটের ফলাফল নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। আর মাত্র দু’দফার নির্বাচন বাকি তার পরেই লোকসভা ভোটের ফল ঘোষণা হবে।…

Political strategist Prashant Kishor

পঞ্চম লোকসভা ভোট শেষ হতেই লোকসভা ভোটের ফলাফল নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। আর মাত্র দু’দফার নির্বাচন বাকি তার পরেই লোকসভা ভোটের ফল ঘোষণা হবে। আর লোকসভা ভোটের ফলাফলের উপর নাকি নির্ভর করে আছে শেয়ার মার্কেটের ওঠানামা। ভোট কুশলী প্রশান্ত কিশোরের মতে বিজেপি যদি তাঁদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে তাহলে কিন্তু বিরাট পরিবর্তন আসতে পারে শেয়ার মার্কেটে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেছেন, ৪ জুন শেয়ার বাজার সব রেকর্ড ভেঙে দেবে। তারপর, বাজারের অবস্থা কিছুটা ফিরেছে। এই অবস্থায় প্রাক্তন ভোটকুশলী তথা রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর মনে করছেন, লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০ আসন না জিতলে শেয়ার বাজারকে হতাশা দেখা দিতে পারে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছেন, ” বিজেপি সুকৌশলে লোকসভায় মোট সংখ্যক আসনের অর্ধেক জয়ের থেকে নির্বাচনী আলোচনা ৩৭০ আসন জয়ে স্থানান্তরিত করেছে। তবে এর ফলে, ভবিষ্যতে সমস্যা হতে পারে। বিজেপি ৩৭০ আসন জিততে না পারলে হতাশ হতে পারে শেয়ার বাজার। কোনও সংস্থার কাছ থেকে প্রত্যাশা খুব বেশি থাকলে, তারা ভাল পারফরম্যান্স করলেও অনেক সময় প্রত্যাশা পূরণ হয় না। আর প্রত্যাশা পূরণ করতে না পারলে তাদের শাস্তি দেয় শেয়ার বাজার। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, বিজেপি যদি ৩৭০ আসনের কম পায়, তা একটা আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। তার প্রতিফলন বাজারে দেখা যেতে পারে।

   

এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে ” গত তিন-চার মাসে,সব আলোচনাই হয়েছে ৩৭০ আসন জয় এবং ৪০০ পারকে কেন্দ্র করে। এটাকে আপনি বিজেপির কৌশল বলতে পারেন বা বিরোধীদের দুর্বলতাও বলতে পারেন। কিন্তু, বিজেপি গোলপোস্টটাই ২৭২ থেকে ৩৭০-এ সরিয়ে নিয়ে গিয়েছে। এতে অবশ্যই লাভ হয়েছে বিজেপির। এখন আর কেউ বলছে না মোদীজি হেরে যাবে। সবাই বলছে, ওরা হয়তো ৩৭০ আসন পাবে না। বিজেপির হেরে যাওয়ার কথা আলোচনাতেই নেই।”