মনমোহন স্মৃতিসৌধ বিতর্ক: ‘বাবার মৃত্যুতে শোক সভাটুকু হয়নি’, একহাত প্রণব-কন্যা শর্মিষ্ঠার

Pranab’s daughter dig at Congress কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া কংগ্রেসের অন্দরে৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বিতর্ক দানা বঁধেছে৷…

Pranab's daughter dig at Congress

Pranab’s daughter dig at Congress

কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া কংগ্রেসের অন্দরে৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে বিতর্ক দানা বঁধেছে৷ মাল্লিকার্জুন খাড়্গে চিঠি লিখলেও প্রস্তাবের কারণ রাজঘাটে মনমোহনের শেষকৃত্যের অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরষ্ট্র মন্ত্রক৷ তাঁর শেষকৃত্য হচ্ছে লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাটে৷ এরই মাঝে কংগ্রেস সভাপতির প্রস্তাবের সমালোচনায় সরব হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। তিনি বললেন, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে শোকজ্ঞাপনও করেননি কংগ্রেস নেতৃত্ব৷ সেই কথা স্মরণ করেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি৷ ( Pranab’s daughter dig at Congress)

শোকসভা পর্যন্ত হয়নি Pranab’s daughter dig at Congress

প্রণব-কন্যা জানান, তাঁর বাবার মৃত্যুর পর কংগ্রেসের এক শীর্ষ নেতা তাঁকে ডকে বলেছিলেন যে, দেশের রাষ্ট্রপতির প্রয়াণে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে শোকজ্ঞাপনের রীতি কংগ্রেসে নেই। এই যুক্তি অর্থহীন বলেই মন্তব্য শর্মিষ্ঠার। প্রণব-কন্যার দাবি, তাঁর বাবার ডায়েরি দেখে তিনি জানতে পেরেছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট কে আর নারায়ণনের প্রয়াণের পর ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে শোকসভার আয়োজন করেছিল কংগ্রেস। সেই শোকবার্তা লিখেছিলেন স্বয়ং প্রণব মুখোপাধ্যায়৷ শর্মিষ্ঠা এ প্রসঙ্গে বলেন, ‘‘বাবার ডায়েরিতে লেখা রয়েছে, আরকে নারায়ণের মৃত্যুর পর কংগ্রেস একটি শোক সভা ডেকেছিল, আর বাবাই সেই শোকবার্তা প্রস্তুত করেছিলেন।’’

মনমোহন স্মৃতিসৌধ বিতর্ক: 'বাবার মৃত্যুতে শোক সভাটুকু হয়নি’, একহাত প্রণব-কন্যা শর্মিষ্ঠার

মনমোহন ভারতরত্ন পাওয়ারও যোগ্য Pranab’s daughter dig at Congress

মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণের কংগ্রেসের দাবিকে সমর্থন জানিয়েই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, ‘‘মনমোহন সিংয়ের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করা একেবারেই সঠিক সিদ্ধান্ত। এটা তাঁর প্রাপ্য৷ তিনি ভারতরত্ন পাওয়ারও যোগ্য৷ বাবা রাষ্ট্রপতি থাকাকালীনই তাঁকে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। হয়তো কোনও কারণে, যা এখানে বলার প্রয়োজন নেই।’’

প্রাক্তন কংগ্রেস নেতা সি আর কেশবনের একটি পোস্ট উদ্ধৃত করে শর্মিষ্ঠা বলেছেন, গান্ধী পরিবারের বাইরে থাকা কংগ্রেস নেতাদের কীভাবে অবজ্ঞা করা হয়েছে। ড. সঞ্জয় বারুর লেখা বহুলচর্চিত বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর একটি অংশের কথাও উল্লেখ করেছেন প্রণব-কন্যা। যেখানে লেখা রয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের স্মৃতিসৌধও বানায়নি কংগ্রেস।

Advertisements

স্মৃতিসৌধ বিতর্ক Pranab’s daughter dig at Congress

নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব৷ জয়ারাম রমেশ এটিকে ‘‘ইচ্ছাকৃতভাবে অবমাননা’’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘দেশের জনগণ বোঝে না কেন ভারতের সরকার একজন বিশিষ্ট নেতা, যাঁর বৈশ্বিক মর্যাদা রয়েছে, তাঁর জন্য উপযুক্ত স্মৃতিসৌধ স্থানের ব্যবস্থা করতে পারে না।’’

বিজেপির পাল্টা অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের জন্য স্মৃতিসৌধ নির্মাণে ব্যর্থ কংগ্রেস৷ বিজেপি মুখপাত্র সি আর কেশভন বলেন, ‘‘কংগ্রেস কখনোই নরসিমহা রাওয়ের জন্য স্মৃতিসৌধ তৈরি করেনি, তারা ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে রাওয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করেন।’’

 

 Bharat: Congress mourns former PM Manmohan Singh‘s passing. Dispute arises over memorial location as Home Ministry denies Rajghat. Congress President Kharge’s proposal criticized by Pranab Mukherjee’s daughter, Sharmistha, highlighting past inconsistencies.