৬০ টাকারও কমে মিলবে টমেটো? বিরাট ঘোষণা করলেন মোদীর মন্ত্রী

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার থেকেই কম দামে মিলতে চলেছে টমেটো (Tomato)। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে টমেটো ভর্তি প্রথম গাড়িকে সবুজ পতাকাও দেখানো…

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার থেকেই কম দামে মিলতে চলেছে টমেটো (Tomato)। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে টমেটো ভর্তি প্রথম গাড়িকে সবুজ পতাকাও দেখানো হল। আজ ২৯ জুলাই থেকে ১০০-১২০ টাকা নয়, মাত্র ৬০ টাকায় মিলবে টমেটো।

আজ দিল্লিতে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী এনসিআরে টমেটো বহনকারী এনসিসিএফ ভ্যানগুলিকে সবুজ পতাকা দেখিয়েছেন। এখন সাধারণ মানুষ এই ট্রাকগুলির মাধ্যমে ৬০ টাকা কেজি দরে টমেটো কিনতে সক্ষম হবেন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “আমরা দিল্লির আজাদপুর মান্ডি এবং কোলার (কর্ণাটক) এবং সাঙ্গানেরের (রাজস্থান) পাইকারি বাজার থেকে টমেটো কিনেছি এবং নয়ডা এবং দিল্লি-এনসিআরের গুরুগ্রাম সহ ১৮ টি স্থানে প্রতি কেজি টমেটো ৬০ টাকায় বিক্রি করতে চলেছি।”

   

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘আমরা এর জন্য প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড ব্যবহার করিনি। আমরা কেবল টমেটোর দামের সাথে পরিবহন ব্যয় যুক্ত করেছি এবং সেগুলি বিক্রি করবো। আগামী ৭-১০ দিনের মধ্যে টমেটোর দাম স্বাভাবিক হয়ে যাবে। আমরা ৪৫ টাকা কেজি দরে টমেটো কিনেছি এবং প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করতে চলেছি।’

বর্তমান সময় দেশের নানা প্রান্তে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে লাগাতার এই বৃষ্টির কারণে জমিতেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে নানা রকম শাক-সবজি। এই বৃষ্টির প্রভাব খাদ্য সামগ্রী ওপর ব্যাপকভাবে পড়েছে। বাজারে শাকসবজি কিনতে গিয়ে রীতিমতো ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষকে। আলু, পেঁয়াজ, টমেটো থেকে শুরু করে নানা রকম খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হওয়ায় অধিকাংশ মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে। এহেন অবস্থায় টমেটোর দাম নিয়ে বড়সড় ঘোষণা করে জাতীয় সমবায় ভোক্তা ফেডারেশন।

এনসিসিএফ বা জাতীয় সমবায় ভোক্তা ফেডারেশন ঘোষণা করেছে, ৬০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করা হবে। ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন জানায়, কৃষি ভবন, সিজিও কমপ্লেক্স, লোধি কলোনি, হৌজ খাস হেড অফিস, পার্লামেন্ট স্ট্রিট, আইএনএ মার্কেট, মান্ডি হাউস, কৈলাশ কলোনি, আইটিও, সাউথ এক্সটেনশন, মোতি নগর, দ্বারকা, নয়ডা সেক্টর ১৪ এবং সেক্টর ৭৬, রোহিনী এবং গুরুগ্রামের মতো জায়গায় টমেটো ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে। সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি সাধারণ মানুষ।