‘মেয়ের পা ভেঙে দিন, যদি…’ প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যে রাজনৈতিক মহলে ক্ষোভ

Pragya Singh Thakur Controversy

ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর। ভোপালে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যদি কোনও মেয়ে অ-হিন্দুর বাড়িতে যায়, তাহলে তার পা ভেঙে দেওয়ার কথাও ভাবতে হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Advertisements

কি বলেছিলেন প্রজ্ঞা?

অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে প্রজ্ঞা বলেন, “মনকে এতটা দৃঢ় করুন যাতে যদি আমাদের মেয়ে অ-হিন্দুর বাড়িতে যায়, তাহলে তার পা ভেঙে দেওয়ার কথাও ভাবতে পিছপা না হন। যারা পরিবারিক মূল্যবোধ মানে না, অভিভাবকদের কথা শোনে না, তাদের শাস্তি দেওয়া উচিত।” তিনি আরও বলেন, “মেয়েরা যদি বাড়ি ছাড়ার প্রবণতা দেখায়, তাহলে তাদের থামাতে হবে—ভালোবাসা, বোঝানো, বকুনি বা প্রয়োজনে শারীরিক শাস্তির মাধ্যমে।”

বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া Pragya Singh Thakur Controversy

প্রজ্ঞার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত বলেন, “মধ্যপ্রদেশে ধর্মান্তর সংক্রান্ত মাত্র সাতটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে এত ঘৃণা ছড়ানোর কারণ কী?” তাঁর অভিযোগ, বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক বিভাজন ও বিদ্বেষ ছড়াচ্ছেন।

Advertisements

সমালোচনার ঝড়

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রজ্ঞা ঠাকুরের এই বক্তব্য শুধু বিতর্কিত নয়, বরং তা সামাজিক সহিষ্ণুতার পরিপন্থী। ধর্মীয় মঞ্চে এমন মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন অনেকে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

শেষ কথা

প্রজ্ঞা ঠাকুরের মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা শুধু রাজনৈতিক নয়—সামাজিক স্তরেও আলোড়ন তুলেছে। বিরোধীরা এই মন্তব্যকে ঘৃণা ও হিংসার প্রচার বলে অভিহিত করলেও, বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের মুখে এমন মন্তব্য যে রাজনৈতিক উত্তাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।