HomeBharatRia Kumari Murder: 'শোয়া অবস্থায় গুলি', ঝাড়খন্ডের টিকটকার রিয়ার স্বামীই খুনি?

Ria Kumari Murder: ‘শোয়া অবস্থায় গুলি’, ঝাড়খন্ডের টিকটকার রিয়ার স্বামীই খুনি?

- Advertisement -

হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের টিকটক অভিনেত্রী রিয়া কুমারীর খুনের (Ria Kumari Murder) ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে। এর পরেই বাগনানের রাস্তায় ছিনতাইবাজ দিয়ে গুলি করার ঘটনা সাজানো বলেই মনে করা হচ্ছে।

নিহত টিকটকার রিয়া কুমারীর স্বামী প্রকাশকে জেরা করছে পুলিশ। তার গাড়িতে মিলেছে তোশক, বালিশ, কম্বল। প্রশ্ন উঠছে, দেহ লোপাটের কোনও পরিকল্পনা ছিল কি? খতিয়ে দেখছে পুলিশ।

   

বৃহস্পতিবার বাগনানে জাতীয় সড়কের উপরে ছিনতাই করার সময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন ঝাড়খণ্ডের টিকটক অভিনেত্রী রিয়া। তার স্বামী প্রকাশ কুমারের দাবি, প্রকাশ্যে গুলি করে খুন করা হয় স্ত্রীকে। এই ঘটনার জেরে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ দুই রাজ্য সরগরম হয়েছে।

নিহত রিয়ার স্বামীর দাবি, তাদের আড়াই বছরের মেয়ের সামনেই গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তড়িঘড়ি তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় প্রকাশের বয়ানে। তাকে জিজ্ঞাসাবাদ করা হতেই একাধিক অসঙ্গতি ধরা পড়ে।

মৃত রিয়া কুমারী রাঁচির বাসিন্দা। স্বামী প্রকাশ কুমারের দাবি, স্ত্রী রিয়া এবং আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে গাড়ি করে কলকাতায় আসছিলেন। তাঁর দাবি, এ দিন ভোরে ছ’টা নাগাদ হাওড়ার বাগনানে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থামান প্রকাশ। তখনই হামলা করে ছিনতাইকারীরা।

পুলিশের কাছে এই বয়ান দেওয়ার পর তদন্ত যত এগিয়েছে ততই রিয়ার মৃত্যু নিয়ে জটিলতা বেড়েছে। এবার ময়নাতদন্ত প্রাথমিক রিপোর্টে শুয়ে থাকা অবস্থায় গুলি করে রিয়াকে খুনের ইঙ্গিত এসেছে। তার স্বামীর বয়ানেও ধরা পড়ছে ফাঁক। জেরা চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular