জুবিন হত্যা মামলায় এবার কাঠগড়ায় মুখ্যমন্ত্রী

গুয়াহাটি: জুবিন গর্গ হত্যা মামলার চার্জশিট ঘিরে এবার সরাসরি কাঠগড়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Zubeen Garg murder case)। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, অসম প্রদেশ কংগ্রেস…

zubeen-garg-death-case-chargesheet-controversy-assam

গুয়াহাটি: জুবিন গর্গ হত্যা মামলার চার্জশিট ঘিরে এবার সরাসরি কাঠগড়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Zubeen Garg murder case)। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেন, এই মামলার চার্জশিট ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যামকানু মহান্তাকে আড়াল করা যায়।

Advertisements

নিজের লোকসভা কেন্দ্র যোরহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গগৈ বলেন, রাজ্যের একাধিক প্রবীণ আইনজীবী ইতিমধ্যেই চার্জশিটের গুরুতর দুর্বলতা চিহ্নিত করেছেন। তাঁদের মতে, এটি “অত্যন্ত দুর্বল” এবং এতে এমন বহু ব্যক্তির নাম নেই, যাঁদের অভিযুক্ত তালিকায় থাকা উচিত ছিল। এই ধরনের বাদ পড়া নাম তদন্তের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলছে এবং সাধারণ মানুষের আস্থা ভেঙে দিচ্ছে বলে দাবি করেন কংগ্রেস নেতা।

   

গগৈ আরও বলেন, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে গোটা অসমজুড়ে এখনও সংশয় কাটেনি—আসলেই কি ন্যায়বিচার পাওয়া যাবে? তাঁর অভিযোগ, তদন্তের মূল উদ্দেশ্য যেন সত্য উদ্ঘাটনের বদলে প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষা করা। এই পরিস্থিতিতে জনগণের বিশ্বাস যে নড়বড়ে হয়ে পড়েছে, তা স্পষ্ট বলেই মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে গগৈ তাঁর দিক থেকে আসা ‘হুমকি ও ভয় দেখানোর রাজনীতি’কেও কটাক্ষ করেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর হুমকি নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। এই ধরনের মন্তব্য এখন এতটাই একঘেয়ে হয়ে গেছে যে মানুষ সেগুলো ব্যঙ্গ-বিদ্রুপের চোখে দেখে।” গগৈর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলে অনেকেই বিদ্রূপের সুরে প্রয়াত শিল্পী জুবিন গর্গের গানের লাইন মনে করিয়ে দেন।

কংগ্রেস সভাপতির মতে, মুখ্যমন্ত্রীর এই আচরণ দীর্ঘদিন টিকবে না। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আগামী চার মাস হয়তো তিনি নিজের ইচ্ছামতো চলতে পারবেন। কিন্তু তার পর ক্ষমতা হারালে তাকেও সাধারণ মানুষের মধ্যেই থাকতে হবে।” এই মন্তব্যকে অনেকেই আসন্ন রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

গগৈ আরও বলেন, জুবিন গর্গের মতো একজন জনপ্রিয় শিল্পীর মৃত্যু শুধু একটি আইনি মামলা নয়, এটি অসমের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। সেই কারণেই এই মামলার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা জরুরি ছিল। কিন্তু চার্জশিটের বর্তমান কাঠামো সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে তাঁর অভিযোগ।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে কংগ্রেস শুধু মুখ্যমন্ত্রীকে নিশানা করছে না, বরং বিচার ব্যবস্থার ওপর আস্থা ফেরানোর প্রশ্নটিকেও সামনে আনছে। বিশেষ করে যখন অভিযোগ উঠছে যে তদন্ত প্রভাবশালীদের বাঁচাতে সাজানো হয়েছে, তখন বিষয়টি শুধুই রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না।

যদিও রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর তরফে এই অভিযোগের সরাসরি জবাব এখনও আসেনি, তবে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। জুবিন গর্গ হত্যা মামলা নিয়ে আগামী দিনে আদালতের পাশাপাশি রাজনীতির ময়দানেও এই লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Advertisements