বঙ্গে ৭ জন ধৃতরাষ্টের খোঁজ পেল নির্বাচন কমিশন!

SIR কে কেন্দ্র করে বঙ্গে তৈরী হয়েছে রণাঙ্গন। (West Bengal)খসড়া তালিকা বেরোবার পর মূল তালিকার জন্য চলছে আরও ঝাড়াই বাছাই। এই ঝাড়াই বাছাই করতে গিয়েই…

west-bengal-sir-voter-list-controversy

SIR কে কেন্দ্র করে বঙ্গে তৈরী হয়েছে রণাঙ্গন। (West Bengal)খসড়া তালিকা বেরোবার পর মূল তালিকার জন্য চলছে আরও ঝাড়াই বাছাই। এই ঝাড়াই বাছাই করতে গিয়েই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলায় নাকি এমন ৭ জন বাবার খোঁজ পাওয়া গিয়েছে যাদের প্রত্যেকের ১০০ করে সন্তান।

Advertisements

ঠিক এমনই একটি তথ্য সুপ্রিম কোর্টকে জমা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টের কাছে এই তথ্য তুলে ধরেছেন। তবে এই তথ্য সুপ্রিম কোর্টকে দিতেই বঙ্গে ফের শুরু রাজনৈতিক তরজা।

   

ভারতীয় নৌবাহিনীর ‘রোমিও’ হবে আরও ঘাতক, চলছে আইসব্রেকার স্থাপনের প্রস্তুতি

শাসক শিবিরের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যাদের ১০০ টি করে সন্তান আছে তাদের নাম প্রকাশ্যে আনা হোক। এর আগেও অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে বঙ্গে চলেছে রাজনৈতিক তর্ক বিতর্ক। তখনও শাসক দল তৃণমূল, রোহিঙ্গাদের এবং অনুপ্রবেশকারীদের সংখ্যা জানতে চেয়ে কেন্দ্রসরকারকে প্রশ্ন করে। কিন্তু স্বরাষ্ট্র দফতর বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই সংখ্যাতত্ত্বের কোনও সদুত্তর পাওয়া যায়নি।

তাছাড়া SIR পরবর্তী শুনানি নিয়ে বঙ্গে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জেলায় চলছে SIR শুনানি বিরুদ্ধে বিক্ষোভ। রাজ্যসরকারের দাবি অনুযায়ী ফর্ম ৭ দিয়ে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। উল্টোদিকে বিজেপির দাবি ভোটার তালিকায় বিস্তর অসঙ্গতি।

ঠিক যেমন ৭ জন ধৃতরাষ্ট্রের মত। তবে ১০০ জন সন্তানের বাবাদের নাম এখনও প্রকাশ্যে না এলেও রাজনৈতিক মহলের একাংশ মন্তব্য করেছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে এবং এই ধরণের ভুয়ো অভিযোগ করে রাজনৈতিক সংঘাতকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

তার সঙ্গে বাংলার ভোটারদের ভোটারাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। SIR-এর ফলে ৫৮ লক্ষের বেশি নাম কাটা গেছে, ১.৩৬ কোটি লজিক্যাল ডিসক্রেপেন্সিতে ফ্ল্যাগড। দাবি-অভিযোগের সময়সীমা ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই ৭ জনের গল্প কি সত্যি, না রাজনৈতিক অস্ত্র? নাম প্রকাশ হলে কি নতুন ঝড় উঠবে? সময়ই বলবে। তবে এখনই বঙ্গের ভোটার তালিকা নিয়ে যুদ্ধ চলছে, আর সাধারণ মানুষের ভোটের অধিকার নিয়ে সংশয় বাড়ছে।

Advertisements