বঙ্গ বিজেপির আশায় জল নির্বাচন কমিশনের

Team Abhishek Steps Into Public Outreach to Ease SIR Fears

কলকাতা: বাংলায় SIR কবে হবে তা নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরে। বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বঙ্গ বিজেপি এবং শাসক তৃণমূলের বাদানুবাদ মানুষের মনেও জন্ম দিয়েছে বিভ্রান্তির। SIR নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের হুঁশিয়ারিকে নিশানা করে বঙ্গ বিজেপি অভিযোগ করেছিল যে মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

Advertisements

কেরালায় হিজাব বিতর্কে হস্তক্ষেপ, মন্ত্রীর নির্দেশ স্কুলকে

   

কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বড় আপডেট এসেছে। তারা স্পষ্ট ঘোষণা করেছে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে SIR বা ভোটার তালিকার সংশোধনের কাজ। এই ঘোষণাতেই কার্যত বিজেপির আশা ভঙ্গ হয়েছে। কারণ বিজেপি ভেবেছিল তৃণমূল SIR নিয়ে ঝামেলা পাকালে সংশোধনের কাজে দেরি হবে এবং ৪ মে পেরিয়ে গেলে তৃণমূল সরকার আর থাকবে না।

তখন রাজ্যে ঘোষিত হবে রাষ্ট্রপতি শাসন। কাজেই বিধানসভা নির্বাচন করতে সুবিধা হবে বিজেপির। কিন্তু আজকের নির্বাচন কমিশনের এই বড় ঘোষণায় বিজেপির পরিকল্পনা চলে গেল বিশ বাওঁ জলে। কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন ভোটার তালিকা প্রকাশের প্রাথমিক ধাপ ডিসেম্বরেই সম্পন্ন করতে হবে। এর আগে জেলার নির্বাচন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য যাচাই করার জন্য।

Advertisements

সব তথ্য অনলাইনে আপলোড করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। রাজনৈতিক দলগুলোকেও জানানো হয়েছে, তারা যেন নিজেদের পর্যবেক্ষণ ও সংশোধনের প্রস্তাব সময়মতো জমা দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। কারণ, যে ‘রাষ্ট্রপতি শাসন’-এর আশা করে বিজেপি রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ার চিন্তা করেছিল, তা আপাতত ভেস্তে গেছে।

ডিসেম্বরের মধ্যে SIR সম্পন্ন হলে আগামী বছরের শুরুতেই রাজ্য নতুন ভোটার তালিকা পেয়ে যাবে। অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো পুরোপুরি সক্রিয় থাকবে রাজ্য সরকারের অধীনেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচন কমিশনের এই ঘোষণার পর এখন বিজেপির কৌশলগত পরিকল্পনায় আসবে বড় পরিবর্তন। অন্যদিকে তৃণমূল সরকার এই সিদ্ধান্তকে নিজেদের প্রশাসনিক সাফল্য হিসেবেই প্রচার করতে চাইবে যে রাজ্যে সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক পরিকাঠামো স্বাভাবিকভাবে কাজ করছে।