‘দেশবাসী ভয়ের মধ্যে বাঁচছে কেন্দ্র তৈরি করছে সন্ত্রাসের রাজত্ব’ বিস্ফোরক অভিযোগ মমতার

West Bengal CM Accuses Centre of Misusing SIR, NRC to Create Fear Among Citizens

কলকাতা, ৩০ অক্টোবরঃ রাজ্যে ফের এনআরসি ও এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে। মাত্র কয়েক দিনের মধ্যে তিন প্রবীণের আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার খবর ঘিরে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের নীতি ও নির্বাচন কমিশনের নতুন নির্দেশেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ‌্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা প্রত্যক্ষ করছি। নির্বাচন কমিশন বাংলায় SIR ঘোষণা করার ৭২ ঘণ্টার মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটছে।”*

   

ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার পানিহাটি। স্থানীয় সূত্রে খবর, প্রদীপ কর (৬৮) নামে এক প্রবীণ আত্মঘাতী হন। পরিবারের দাবি, তিনি এনআরসি–র আতঙ্কে ভুগছিলেন এবং নিজের ভোটার তালিকা সংক্রান্ত নথিপত্র নিয়ে উদ্বিগ্ন ছিলেন। দীর্ঘদিন ধরেই স্থানীয় মহলে এনআরসি ও SIR প্রসঙ্গ ঘুরে বেড়াচ্ছিল, যা প্রদীপবাবুর মনে ভয় তৈরি করেছিল।

Advertisements

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, “প্রদীপবাবুর মৃত্যু কোনও সাধারণ ঘটনা নয়। এনআরসি–র নামে বিভ্রান্তি ও ভয় ছড়ানোর রাজনীতির ফলেই এই মর্মান্তিক পরিণতি।”