HomeBharatPoliticsউপনির্বাচনে নারী শক্তির ওপর আস্থা তৃণমূলের,পলাশীর ঘরের মেয়ে এখন ভোটের ময়দানে

উপনির্বাচনে নারী শক্তির ওপর আস্থা তৃণমূলের,পলাশীর ঘরের মেয়ে এখন ভোটের ময়দানে

- Advertisement -

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের (WB By-Election)  প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১৯ জুন এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর(WB By-Election)  নাম ঘোষণা করে। শাসকদলের (WB By-Election)  তরফে এবার প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা, আলিফা আহমেদকে। তরুণ এবং শিক্ষিত এই প্রার্থীকে ঘিরেই তৃণমূল এবার নতুন আস্থা দেখাচ্ছে।

প্রয়াত বাবার আসনে মেয়ের লড়া(WB By-Election)  

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন (WB By-Election)  কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, (WB By-Election)  যিনি ‘লাল’ নামে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। ৭১ বছর বয়সে নিজের পলাশীর বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে(WB By-Election)  চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর ফলে কালীগঞ্জ বিধানসভা (WB By-Election)  কেন্দ্রে শূন্যতা তৈরি হয়। নিয়ম মেনে সেই আসনে উপনির্বাচন ডাকা হয়েছে।

   

নাসিরউদ্দিন আহমেদ ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং ২০১১ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। ২০১৬ সালে তিনি হারলেও, মমতা(WB By-Election)  বন্দ্যোপাধ্যায়ের ভরসায় ২০২১ সালে পুনরায় প্রার্থী হন এবং বিজয়ী হন। এবার তাঁর অসমাপ্ত রাজনৈতিক কর্মকাণ্ডের ভার তাঁর কন্যা আলিফা আহমেদের কাঁধে তুলে দিয়েছে তৃণমূল।

আলিফা আহমেদ—তরুণ মুখ, নতুন ভরস(WB By-Election)  

আলিফা আহমেদ রাজনীতির ময়দানে একেবারে নতুন হলেও, তাঁর পরিবারের রাজনৈতিক পরিচিতি এবং বাবার জনপ্রিয়তা তাঁকে এগিয়ে রাখবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। (WB By-Election)  একাধারে শিক্ষিত এবং তরুণ প্রার্থী হিসেবে আলিফাকে ঘিরে যুবসমাজেরও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এলাকায় দলীয় স্তরে কাজের সঙ্গে তিনি ইতিমধ্যেই যুক্ত ছিলেন এবং(WB By-Election)  মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(WB By-Election)  সিদ্ধান্তেই তাঁকে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণিত হল যে, দল তরুণ এবং নারীদের আরও বেশি করে রাজনৈতিক মঞ্চে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাজনৈতিক হিসাব-নিকা(WB By-Election)  

কালীগঞ্জ ছিল এক সময় ‘লাল’ দুর্গ অর্থাৎ (WB By-Election)  বামেদের শক্ত ঘাঁটি। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করে সেই দুর্গ ভেঙে দেয়। তবে ২০১৬ সালে তারা হার মানে। কিন্তু ২০২১ সালে ফের জিতে তৃণমূল এই আসনে নিজের দখল পুনরুদ্ধার করে(WB By-Election)  

এবার সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যেই আলিফাকে ময়দানে(WB By-Election)  নামানো হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রয়াত বিধায়কের প্রতি মানুষের আবেগ এবং তাঁর মেয়ের প্রতি সহানুভূতি তৃণমূলের ভোটব্যাংকে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিরোধীদের অবস্থান(WB By-Election)  

এই মুহূর্তে বিরোধী দলগুলি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিজেপি ও বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। তবে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর বিরোধী শিবিরে চাপ বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular