ভাঙড় চত্বরে ফের অশান্তি, আরাবুলের ছেলের গাড়িতে হামলার অভিযোগ

Violence Erupts Again in Bhangar, Attack Reported on Arabul's Son's Car
Violence Erupts Again in Bhangar, Attack Reported on Arabul's Son's Car

ফের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ভাঙড় (Bhangar) শহর। রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে ভাঙড় চত্বরে আবারও অশান্তি ছড়িয়েছে এবং পুলিশ মোতায়েন বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই ভাঙড়ের Bhangar কাঁঠালিয়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল। ঘটনাটি রবিবার সকালে আরো তীব্র আকার ধারণ করে, যখন হাকিমুল ইসলামের গাড়িকে ঘিরে কয়েকজন অভিযান চালায় এবং গাড়িতে হামলার সময় ‘গদ্দার’ স্লোগান দেওয়া হয়। অভিযোগে বলা হচ্ছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের দ্বারা। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নেয়া হয়।

   

হামলার পর হাকিমুল Bhangar ইসলাম সংবাদমাধ্যমকে জানান, “রাতে শওকত মোল্লার দলে থাকা কিছু লোক আমাদের বাড়িতে গিয়ে খুনের হুমকি দিয়েছিল। এরপর আজ সকালে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন যে এই তৎপরতাগুলি এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং সাধারণ মানুষ ভয়ভীতির মধ্যে রয়েছে। অন্যদিকে, বিধায়ক শওকত মোল্লা এই অভিযোগ ফুঁকেই উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, “দলে যারা অশান্তি সৃষ্টি করে তাদের জন্য কোথাও ঠাঁই নেই। যারা নিজেদের মধ্যে ঝামেলা করে, তারা নিজেদের উপর দায়ভার নিক।” শওকতের বক্তব্য, ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর দলের কোনও সরাসরি সম্পর্ক নেই এবং তিনি বলেন, “প্রতিযোগী পক্ষই নিজস্ব স্বার্থে এই সব ঘটাচ্ছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন