কুরুক্ষেত্রের অর্জুন হলেন ব্রিটিশ সাংসদ? গীতা হাতে কৃষ্ণ স্মরণে শপথ খ্রিস্টান ব্ল্যাকম্যানের!

কিছুদিন আগেই সংসদে দেবাদিদেব মহাদেবের ছবি নিয়ে বক্তৃতা করেছিলেন রাহুল গান্ধী (UK Politics)। সে সময় স্পিকার তাকে মনে করিয়ে দেন যে সংসদের অভ্যন্তরে কোনরকম ধর্মীয়…

কিছুদিন আগেই সংসদে দেবাদিদেব মহাদেবের ছবি নিয়ে বক্তৃতা করেছিলেন রাহুল গান্ধী (UK Politics)। সে সময় স্পিকার তাকে মনে করিয়ে দেন যে সংসদের অভ্যন্তরে কোনরকম ধর্মীয় প্রতীক নিয়ে প্রবেশ নিয়মবিরুদ্ধ (UK Politics)। আর এবার তার ঠিক উল্টো ছবি দেখা গেল ব্রিটিশ পার্লামেন্ট (UK Politics)। ব্রিটেনের এক সাংসদ শপথ নিলেন ভগবত গীতা হাতে। কিন্তু সব থেকে অবাক করা জিনিস তিনি ধর্মসূত্রে খ্রিস্টান। আর এই নিয়েই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ব্রিটেনজুড়ে (UK Politics)।

ব্রিটেনের হ্যারাও ইস্টের কনজারভেটিভ পার্টির সদ্যজয়ী এমপি বব ব্ল্যাকম্যান ঘটিয়েছেন এই অভাবনীয় কান্ড (UK Politics)। ব্রিটিশ হাউজ অফ কমন্সে শপথ নিতে গিয়ে এই কনজারভেটিভ এমপির হাতে ছিল গীতা। যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ।

   

কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ চলাকালীন কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই ভগবত গীতার মূল বিষয়। তবে মজার জিনিস হল ব্ল্যাকম্যান কিন্তু এই প্রথমবার গীতা নিয়ে শপথ নিলেন সেরকমটা নয়। এর আগে ২০১৯ সালেও তিনি যখন প্রথমবারের জন্য জয়ী হয়েছিলেন, তখনও শপথের সময় তার হাতে ছিল এই পবিত্র ধর্মগ্রন্থ।

নীতিশ-নাইডুর বেপরোয়া ‘তোলাবাজি’তে বাজেটের আগেই চোখে সরষে-ফুল মোদীর?

তবে শুধু গীতা নয়, ববের হাতে ছিল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলও। কনজারভেটিভ পার্টির অনেক সদস্যদের মতে, ববের এই মানসিকতা আদতে ধর্মীয় উদারতার উদাহরণ। যদিও এর আগে ২০১৯ সালেই হাউজ অফ কমেন্সে গীতা নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে ইতিহাস তৈরি করেছিলেন বব।

এমনকী অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপক্ষেও সরব হয়েছিলেন বব। দাবি করেছিলেন বিবিসির বাবরি মসজিদ সংক্রান্ত তথ্যচিত্র ভুল। আর এবার আবারও জয়ী হয়ে শপথ লগ্নে তার সঙ্গী সেই ভগবত গীতাও।

নিজের শপথ লগ্নের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন বব ব্ল্যাকম্যান। সেখানে তিনি লিখেছেন, “আবারও নির্বাচনে জয়লাভ করে সংসদে দাঁড়িয় কেভিন জেম্সের বাইবেল হাতে নিয়ে রাজা চার্লসের নামে ভগবত গীতাকে সাক্ষী রেখে শপথ গ্রহণ আমার কাছে গর্বের বিষয়”। কিন্তু শুধুই কি ভগবত গীতার প্রতি ভক্তি? নিন্দুকেরা অবশ্য বলছে এর পিছনেও লুকিয়ে আছে একটি রাজনৈতিক অঙ্ক।

বাংলার পড়শি নেপালে বাম-কংগ্রেস জোট সরকার, মাওবাদী প্রচণ্ডর পতন নিশ্চিত

সেই অঙ্ক ভোট ব্যাংকের। ব্রিটেনের যে নির্বাচনী এলাকা থেকে ব্ল্যাকম্যান জয়ী হয়েছেন সেখানে খ্রিস্টান ভোটারদের পাশাপাশি, বেশ ভালো রকমের প্রভাব রয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের। ২০১৯-এর পরে ২০২৪-তেও আবার পুনরায় জয় পাওয়াটা কোথাও না কোথাও এই হিন্দু ভোটারদের সমর্থনকেই প্রমাণ করছে।

আর তাই তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিশ্বাস অর্জনের জন্যই ভগবত গীতাকেও সঙ্গে রেখেছেন বব। এমনটাই দাবি করছেন অনেক ব্রিটিশ রাজনীতিবিদ। যদিও ব্রিটেনের সংসদে ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে সংখ্যাটা ছিল 15 জন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনকও ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের রাজনীতিতে ভারতীয় তথা হিন্দু ভোটারদের গুরুত্ব ক্রমশই বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম পদক্ষেপ সত্যিই অভিনব বলে মনে করছেন অনেক রাজনীতিবিদ।

তবে ভারতীয় সংসদেও সাম্প্রতিক সময়ে সাংসদদের শপথ অনুষ্ঠান হয়েছে। এখানেও ধর্মবিশ্বাস নিয়ে বেশকিছু আকর্ষণীয় মুহূর্তের দেখা মিলেছে। শপথ গ্রহণ বাক্যের পর অনেক বিজেপি সাংসদই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন।

তবে সব থেকে বড় চমক দিয়েছেন পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর তিনি মা কালীর ধ্যান-মন্ত্র পুরোটাই গড়গড়িয়ে বলে গিয়েছেন। ‘জয় বাংলা’ স্লোগানের সাথে তাঁর উদাত্ত কন্ঠে ‘জয় মা’ ধ্বনী রীতিমতো সারা দেশের নজরও কেড়েছে। ভারতীয় আদালতে গীতা হাতে সত্যি বলার বলার শপথ নিতে দেখা যায় সাক্ষীদের। এবার ব্রিটেনের সাংসদকে সেই গীতা হাতে শপথ নিতে দেখা গেল। এখন কতটা সত্যনিষ্ঠভাবে তিনি তাঁর দায়িত্ব পালন করেন সেটাই দেখার বিষয়।