কেন্দ্রকে চাপে রাখতে তৃণমূলের নতুন রণকৌশল, সোমবার বৈঠকে মমতা!

mamata-banerjee-congratulates-two-durgapur-iti-instructors-on-winning-national-teachers-award-2025

তৃণমূল কংগ্রেসের (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার বিকেল সাড়ে চারটায় দলের সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে চলেছেন। দলীয় সূত্রে খবর, সংসদে কোন কোন ইস্যুতে সরব হতে হবে, সেই বিষয়ে সাংসদদের নির্দেশ দেবেন তিনি।

Advertisements

আগামী বছরই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, বিহার (Bihar) মডেলে পশ্চিমবঙ্গেও শুরু হতে পারে এসআইআর (SIR) প্রক্রিয়া। তাই এই বৈঠকে কেন্দ্রকে পালটা চাপে রাখার কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা সংশোধনের পর খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬১ লক্ষ নাম। সেই প্রেক্ষাপটে বাংলাতেও চলতি সপ্তাহে এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে বিরোধীরা। তৃণমূলও জানিয়েছে, যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়, তবে তারা আন্দোলনে নামবে।

Advertisements

এছাড়া, আগামী ৫ আগস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) সাংসদদের সঙ্গে পৃথকভাবে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা— কেন্দ্রকে ঘিরে কৌশলগত চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

অন্যদিকে, রাজ্য সরকার সম্প্রতি চালু করেছে নতুন প্রকল্প ‘পাড়ায়-পাড়ায় সমাধান’। আগামীকালের বৈঠকে এই প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।