Monday, December 8, 2025
HomeBharatPoliticsকাঁথি'তে সাহিত্যসম্রাটের মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদ তৃণমূলের

কাঁথি’তে সাহিত্যসম্রাটের মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদ তৃণমূলের

- Advertisement -

মিলন পণ্ডা, কাঁথি ( পূর্ব মেদিনীপুর ): সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সাহিত্য (TMC protest over PM Modi’s remarks)সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার প্রতিবাদ অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় কাঁথির শহরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তৃণমূল কংগ্রেস কর্মী থেকে নেতৃত্বরা।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূর্তির মাল্য দান করেন এবং মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তৃণমূল নেতৃত্বরা। কর্মসূচিতে অগ্রভাগের নেতৃত্ব দেন কাঁথি পুরসভা ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর দেবাশিষ পাহাড়ি সহ তৃণমূল কর্মী সমর্থকেরা।

   

অভিযোগ, সংসদ ভবনের অধিবোষন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’কে ‘ বঙ্কিমদা ‘ সম্বোধন করেছেন। এরফলে অপমান করা হয়েছে। তার প্রতিবাদে কাঁথির কৃষ্টকান্ত পুকুরপাড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি করেন তৃণমূল নেতৃত্বরা। এদিন ছবি’তে মাল্যদান ও মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রতিবাদ কর্মসূচির পর বাংলার বিজেপি নেতৃত্ব’কে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্বরা।

কাঁথি পুরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা দেবাশীষ পাহাড়ি বলেন ” সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’কে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে ” বঙ্কিমদা ” বলে সম্বোধন করেছেন। ভারতবর্ষের সংস্কৃতি বাংলা সংস্কৃতি বোঝেন না এই প্রধানমন্ত্রী! এর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করলাম। আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস এনিয়ে কর্মসূচি ঘোষণা করলেও সেখানেও আমরা শামিল থাকবো “।

প্রতিবাদ কর্মসূচি থেকে বাংলায় বিজেপি নেতৃত্ব’কে কটাক্ষ করেন। তিনি বলেন ” সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, বাংলায় কোন বিজেপি নেতা ঘটনায় কেউ প্রতিবাদ করেননি। আমরা এরআগেও দেখেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামীজি’কে মার্কসবাদী এজেন্ট বলে আখ্যা দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিছিল থেকে বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙা হয়েছিল। বিজেপি বলি আগে বাংলাকে ভালো বাসুন, দেশকে ভালোবাসুন। মনীষীদের শ্রদ্ধা করুন। তারপরে নির্বাচন করবেন। ভারতবর্ষের রাজনীতি কথা ভাববেন “।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular