HomeBharatPoliticsTMC: নেই শৃঙ্খলা-নীতি, সিপিআইএম অনুকরণে পার্টি ক্লাস করাতে আগ্রহী মমতা

TMC: নেই শৃঙ্খলা-নীতি, সিপিআইএম অনুকরণে পার্টি ক্লাস করাতে আগ্রহী মমতা

- Advertisement -

এক যুগের বেশি হয়ে গেল তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায়। অভিযোগ, এই মমতা জমানায় দুর্নীতিতে জর্জরিত শাসকদল। দলে নেই কোনও শৃঙ্খলা ও নীতির বালাই। ফলে অভ্যন্তর থেকে দূর্বল হচ্ছে তৃ়ণমূল তা নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার দলে পার্টি ক্লাস করাতে আগ্রহী। মমতার এই অবস্খান সিপিআইএমের সাথে মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, একযুগ ক্ষমতা থেকে দূরে থাকলেও বা বিধানসভায় শূন্য হয়ে গেলেও সিপিআইএম দলটির শৃঙ্খলা রাজনৈতিক মহলে আলোচিত হয়। ভোটের মরা বাজারেও নিয়মিত পার্টি ক্লাস করিয়ে দলীয় কর্মীদের শৃঙ্খলা ও নীতির পাঠ পড়ান বাম নেতারা। সেইরকমই নীতিমালা তৈরি হচ্ছে তৃণমূলে। হবে পার্টি ক্লাস।

এই বিশেষ ক্লাস নেওয়ার পক্ষে তৃণমূলের বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শাসক দলের কর্মীদের কোন পথে চলা উচিত সেই নিয়েই হবে ক্লাস। তৃণমূলের নীচুতলার একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কোথাও কোথাও আর্থিক ক্ষেত্রেও অভিযোগ উঠেছে। তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক মনে করছেন দলের নীচু তলার কর্মীদের ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার প্রয়োজন রয়েছে।

   

শাসক দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ। তাই বিরক্ত পরিষদীয় মন্ত্রী। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “এটাকে আমি দুঃস্বপ্ন বলে মনে করি। আমরা একটা আদর্শ নিয়ে দল করি। সেই জায়গায় এই বিচ্যূতিগুলি আমাদেরই আটকাতে হবে। যাঁরা বিপথগামী হচ্ছেন, দলের সিনিয়র নেতাদেরই তাঁদের আটকাতে হবে। জেলায় জেলায় মিটিং করে, ওরিয়েন্টেশন করে, তাঁদের বোঝাতে হবে। আমি খড়দায় প্রতিনিয়ত এই কাজ করে যাই।“

শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি থাকে – দেবত্ব ও পশুত্ব। এই দুইয়ের মধ্যে অবিরাম লড়াই চলতে থাকে। যখন পশুত্ব জেতে, তখন মানুষ অন্যায়ের পথে পা দেয়। আর যখন দেবত্ব জেতে, তখন মানুষ শুভবুদ্ধিসম্পন্ন হয়।“

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular