HomeWest BengalKolkata Cityতীব্র গরমে একুশের মঞ্চে বিপর্যয়! অসুস্থ একাধিক তৃণমূল নেতা

তীব্র গরমে একুশের মঞ্চে বিপর্যয়! অসুস্থ একাধিক তৃণমূল নেতা

- Advertisement -

তীব্র গরম ও আর্দ্রতার কারণে একুশে জুলাইয়ের (21 July) শহীদ সভায় অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের একাধিক বরিষ্ঠ নেতা (TMC Leaders) হয়ে পড়েন। বর্ষীয়ান নেতা ও বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad) আচমকাই অচৈতন্য হয়ে পড়লে চাঞ্চল্য ছড়ায় সভাস্থলে। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে , একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন সাংসদ শতাব্দী রায়, মহুয়া মৈত্র, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সহ আরও অনেকে।

এদিন দুপুর দেড়টা নাগাদ যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মঞ্চে বক্তৃতা শুরু করেন, তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান শতাব্দী রায়। তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘ভীষণ অসুস্থ লাগছে।’’ কিছুক্ষণের মধ্যেই জানা যায়, কীর্তি আজাদ মঞ্চের কাছে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স আনা হয় এবং তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

   

এই ঘটনার সময় অ্যাম্বুলেন্সের ভিতরে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে তা নিয়ে দলের তরফে কিছু জানানো না হলেও, চোখে পড়ছে একের পর এক অ্যাম্বুলেন্স সভাস্থলে ঢুকছে এবং অসুস্থদের বের করে নিয়ে যাচ্ছে।

গরম এবং উচ্চ আর্দ্রতার জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেই প্রাথমিক ধারণা। এদিন সকাল থেকেই প্রচণ্ড রোদ ছিল শহরে। দুপুরের দিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশের বেশি। এই উচ্চ আর্দ্রতায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে গিয়েই অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ভিড়, আবেগ ও দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

একজন স্বেচ্ছাসেবক জানাচ্ছেন, ‘‘অনেকেই হঠাৎ মাথা ঘোরার কথা বলছেন। কারও পা কাঁপছে, কেউ জলের খোঁজ করছেন।’’ তৃণমূলের এক কর্মী বলেন, ‘‘সকাল ৭টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। জল আছে, কিন্তু শরীর আর নিতে পারছে না।’’

মঞ্চের নিরাপত্তা ঘিরেও শুরু হয় তৎপরতা। অসুস্থ নেতাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সভাস্থলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও, অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকেই অ্যাম্বুলেন্স এনে তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কীর্তি আজাদ বা অন্যদের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারি ভাবে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নজরে রেখে মেডিকেল টিম আরও বাড়ানো হয়েছে সভাস্থলে।

TMC Leaders fall ill during Mamata Banerjee Speech 21 July rally of Kirti Azad unconscious heatwave hits Kolkata Political event

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular