Kunal Ghosh: ‘বিজেপি নেতাদের চুপিচুপি ফোন করি না’, পদ হারিয়ে কাকে নিশানা করলেন কুণাল?

Kunal Ghosh Vows Legal Action Against Social Media Scandal Targeting Mamata Banerjee’s Family

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে আজ, বুধবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) সরিয়ে দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে ডেরেক ও’ব্রায়েনকে নিশানা করলেন তিনি। কুণালের পদচ্যুতির প্রেস বিবৃতিতে ডেরেকের সই ছিল।

Advertisements

নাম না তৃণমূল সাংসদ ডেরেককে নিশানা করে কুণাল বলেন, কী দোষ করেছি, বুঝতে পারলাম না। আমাকে কি এবার অগ্নিপরীক্ষা দিতে হবে? কার উদ্দেশে কথাগুলো লিখলেন, সেটা একবারও মনে হল না। কী হবে পদ নিয়ে আমার? আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করছি, ভবিষ্যতেও করব।

কুণাল বলেন, তাপস রায়ের সঙ্গে যে মঞ্চে ছিলাম, সেটা অরাজনৈতিক। রক্তদান শিবিরে গিয়ে তাপস রায়ের সঙ্গে মারামারি করব? আমি তো একই মঞ্চ থেকে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাও বলেছি। আগেই বলেছিলাম মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকতে চাই না। আমার পদ সোশাল সাইট থেকে মুছেও দিয়েছি। পদ থেকে সরিয়ে কী বোঝাতে চাইলেন? 

কুণাল ঘোষের বিজেপি যোগদান নিয়ে জল্পনা চললেও তাতে জল ঢেলে তিনি। সাফ জানিয়ে দেন, আমি তৃণমূলে ছিলাম, আছি, থেকে যাওয়ার চেষ্টা করব। দলের নেতাদের একাংশকেও এদিন নাম না করে নিশানা করেন কুণাল। তিনি বলেন, আমি সবসময় বিরোধী নেতাদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করি। দুই নৌকায় পা দিয়ে চলি না। অনেকে তো বিজেপি নেতাদের নিয়ে গোলগোল করে কথা বলেন। বিজেপি নেতাদের চুপিচুপি ফোনও করি না।

এদিন সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। তার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের কংগ্রেসের তরফে কুণালের পদচ্যুতির বিষয়টি জানানো হয়। প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, সাম্প্রতিক সময়ে করা কুণাল ঘোষের একাধিক মন্তব্য দলের নীতির সঙ্গে বেমানান। উনি যা বলেছেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত মন্তব্য, পার্টির বক্তব্য নয়। আগে ওনাকে দলের মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এখন তাঁকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

Advertisements

এদিন সকালে আমহার্স্ট স্ট্রিটের একটি রক্তদান শিবিরের মঞ্চে কুণাল আর তাপসকে একমঞ্চে দেখা যায়। মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেন, আমরা তৃণমূল কর্মীরা আমাদের প্রার্থীর জন্য প্রচার করব। আর তাপস রায়ের হয়ে প্রচার করবেন বিজেপি কর্মীরা। এখানে কোনও ছাপ্পা ভোট হবে না। মানুষ বেছে নেবে তাঁর পছন্দের প্রার্থীকে। মানুষই শেষ কথা বলবে।

সেই মঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দেন কুণাল। তিনি বলেন, আমি দলীয় মন্তব্য করতে চাই না। তবে তাপস রায় সাংগাঠনিক নেতা, বিধায়ক, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। ওনার বাড়ির দরজা সকলের জন্য সর্বদা খোলা থাকে। উনি ভালো বলেই ওনাকে দলে রাখার চেষ্টা করা হয়েছিল।

অন্যদিকে কুণাল ঘোষকেও পাল্টা প্রশংসা করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস বলেন, আমার প্রশংসা সবাই করেন। জনপ্রতিনিধি হিসেবে মানুষ আমাকে সর্বদা পাশে পেয়েছেন। ৫২ বছর ধরে রাজনীতি করছি, পাঁচবারের বিধায়ক। কুণাল খুবই ভালো ছেলে। ডাক্তার পিকে ঘোষের ছেলে। ওর মহানুভবতা দেখে আমি অবাক হয়ে যাই।