TMC: পাকিস্তানি সিরিয়ালের ভক্ত তৃণমূল প্রার্থী

তিনবারের সাংসদ (TMC)। এবারেও ভোটে প্রার্থী। পাকিস্তানের সিরিয়াল তাঁর খুব প্রিয়। নিয়মিত দেখেন। তবে ভোটের ব্যস্ততায় তা আর হয়ে উঠছে না। ভোট মিটলে অবশ্যই ফের…

Pakistani-Serial-Actress

তিনবারের সাংসদ (TMC)। এবারেও ভোটে প্রার্থী। পাকিস্তানের সিরিয়াল তাঁর খুব প্রিয়। নিয়মিত দেখেন। তবে ভোটের ব্যস্ততায় তা আর হয়ে উঠছে না। ভোট মিটলে অবশ্যই ফের মজবেন সীমান্ত পারের সিরিয়ালে।

আলোচিত ব্যক্তির নাম শতাব্দী রায়। ছিলেন অভিনেত্রী। তারপর নেত্রী। ২০০৯ সাল থেকে বীরভূমের সাংসদ। হ্যাটট্রিক করেছেন। চতুর্থবার তিনি ঘাসফুলের প্রার্থী। অভিনয় থেকে দূরে থাকলেও সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজ দেখতেন। ভোটের ঠেলায় তা এখন শিকেয় উঠেছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে। তাই প্রার্থীর এখন বাড়তি চাপ।

   

লোকসভা ভোটের ঠেলায় ওয়েব সিরিজ় দেখা প্রায় ছেড়েই দিয়েছেন শতাব্দী। সবচেয়ে ভালবাসেন পাকিস্তানি সিরিয়াল দেখতে। সীমান্তের ও পারের সিরিয়াল তাঁর খুব প্রিয়। এখন অবশ্য প্রচার, মিটিং, রোড-শো সংক্রান্ত বিবিধ ব্যস্ততায় সে সব এখন বন্ধ। বলেন, ‘‘আমি অস্থিরতার মধ্যে এ সব দেখতে পারি না! অনেকে বলেন, সিরিজ় দেখলে অস্থিরতা কাটে। কিন্তু আমার ও সব হয় না।’’

Satabdi-Roy
শতাব্দী রায়

Dev VS Hiran: ‘ও ক্রিমিনাল’ বলেই মারাত্মক অভিযোগ, দেবের বিরুদ্ধে এফআইআর হিরণের!

ভারতীয় রাজনীতিতে পাকিস্তান বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে ভোটের সময় উঠে এসেছে পাকিস্তানের প্রসঙ্গ। বাদ যায়নি বাংলাও। ২০১৬ সালে পাকিস্তানের সংবাদপত্রে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তাঁকে দাবি করতে দেখা যায়, ‘কালকাতাকে মিনি পাকিস্তান বানিয়েছেন।’ এ নিয়ে তীব্র বিতর্ক হয়। তবে পাক সংবাদপত্রে প্রকাশিত মন্তব্যের দায় নিতে নারাজ ফিরহাদ হাকিম। তিনি দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। সবই বিজেপির চক্রান্ত।

Mamata Banerjee: ‘যখন ভোট আসে মমতা…’, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন অর্জুন সিং

২০১৯ সালের লোকসভা ভোটে পুলওয়ামায় হামলা এবং পাল্টা এয়ার স্ট্রাইক ছিল ভোটের ইস্যু। একুশের বিধানসভা ভোটে বাংলায় ওঠে পাকিস্তানের প্রসঙ্গ। বীরভূমেরই এক তণমূল নেতা ভারতে একাধিক পাকিস্তান তৈরির দাবি করেন। সেই বীরভূমেরই তৃণমূল প্রার্থী শতাব্দী। একসময়ের অভিনেত্রী পাকিস্তান নিয়ে বিতর্ক থেকে দূরে। ভোটের বাজারে প্রিয় পাকিস্তানি সিরিয়াল থেকেও দূরে।