“খেলা এখনও বাকি আছে”! রাঘোপুরে এগিয়ে গেলেন তেজস্বী

পাটনা: প্রায় ৮ ঘন্টার গণনার পর ফলাফল কার্যত স্পষ্ট। পারিবারিক দুর্গ রাঘোপুরে ঘুরে দাঁড়ালেন তেজস্বী (Tejaswi Yadav)। বিকেল সাড়ে ৪ টে নাগাদ ৮০০০ ভোটে এগিয়ে আছেন লালু-পুত্র। এক্সে লিখলেন। “বন্ধুরা, এখনও কিছু ঠিক করা হয়নি। আরও একটু সাহস, আর একটু ধৈর্য। শক্ত থাকো, সাহস হারাবে না।”

Advertisements

http://x.com/TejashwiYdvRJD/status/1989253247219986691

   

শুক্রবার ভোটগণনা শুরু হওয়ার পর নিজের গড় রাঘোপুরেই পিছিয়ে পড়েন তেজস্বী যাদব। তা সত্ত্বেও বিহারে হাই-ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ৩৬ বছর বয়সী আরজেডি নেতা বলেছিলেন বিরোধী দল সরকার গঠন করবে। আজ ভোরে তিনি (Tejaswi Yadav) সংবাদমাধ্যমকে বলেন, “এটি জনগণের জয় হবে। পরিবর্তন আসবে। আমরা সরকার গঠন করছি।” কিন্তু বেলা গড়াতেই ফলাফল স্পষ্ট হতে শুরু করে।

https://x.com/TejashwiYdvRJD/status/1989257137177104584

Advertisements

এদিন দুপুর সাড়ে ৩ টে নাগাদ এক্সে মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী পোস্ট করেন, “নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলুন—বিহারে প্রায় ৫ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে মাত্র ১ কোটি ভোট গণনা করা হয়েছে। কিন্তু বিজেপির এজেন্ট মিডিয়া এমন একটা পরিবেশ তৈরি করেছে যেন বিহারে কোনও বিরোধী দল নেই, আর সবকিছুই কেবল বিজেপির! ঈশ্বর জানেন যে এমন দ্বিমুখী মিডিয়া থাকা দেশের কী হবে!”

রাঘোপুর আরজেডির শক্ত ঘাঁটি। অতীতে, তেজস্বী (Tejaswi Yadav) যাদবের বাবা এবং আরজেডি প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব এবং তার মা রাবড়ি দেবী এই আসনটি দখল করেছেন। তেজস্বী ২০১৫ সাল থেকে এই আসনের প্রতিনিধিত্ব করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে, তিনি ৩৮,০০০ এরও বেশি ভোটের ব্যবধানে আসনটি জিতেছিলেন।

এবার, বিজেপি রাঘোপুরে সতীশ কুমার যাদবকে তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। যাদব ২০১০ সালের নির্বাচনে জেডিইউ প্রার্থী হিসেবে রাবড়ি দেবীকে পরাজিত করেছিলেন। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও রাঘোপুরে একজন প্রার্থী দিয়েছে।