“লাভের গুড় তৃণমূলের লোকেরা খাচ্ছে”! মমতাকে তীব্র আক্রমণ দীলিপ ঘোষের

কলকাতা: “লাভের গুড় তৃণমূলের লোকেরা খাচ্ছে” আর “দেনার দায়ে জর্জরিত রাজ্য”, বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দীলিপ ঘোষ (Dilip Ghosh)।

Advertisements

সোমবার খড়গপুরে তিনি বলেন, “রাজ্যের উন্নয়ম থমকে গিয়েছে। কারণ তৃণমূল সরকার মুনাফাখোরে পরিণত হয়েছে। বর্ষার পর রাস্তাঘাটের বেহাল দশা। কিন্তু দেউলিয়া সরকারের কাছে তা সারানোর অর্থ নেই”। পাশাপাশি, গোর্খাল্যান্ডের বিষয়ে প্রধানমন্ত্রীকে মমতার চিঠি দেওয়ার প্রেক্ষিতে এদিন দীলিপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কেন্দ্র সরকারকে তাঁদের নিজেদের কাজ করতে দেওয়া উচিৎ। সব জায়গায় রাজনীতি করা উচিৎ নয়”।

গোর্খাল্যান্ড নিয়ে মোদীকে মমতার চিঠি

Advertisements

প্রসঙ্গত, দার্জিলিং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলে গোর্খা ইস্যুতে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে “একতরফা” বলে উল্লেখ করেছিলেন তিনি। চিঠিতে মমতা বলেন, গোর্খাল্যান্ডে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে প্রাক্তন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং-কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ “একতরফা সিদ্ধান্ত”।

তিনি উল্লেখ, করেন “এই বিষয়গুলি সরাসরি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এর অধীনে পড়ে, যা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। তিনি মনে করিয়ে দেন যে জিটিএ ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল এবং জোর দিয়ে বলেন যে “গোর্খা সম্প্রদায় বা জিটিএ অঞ্চল সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত রাজ্য সরকারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত।”