কলকাতা: বিহার বিধানসভা নির্বাচনের গণনা শুরু হতেই আত্মবিশ্বাসী গিরিরাজ (Giriraj Singh), ‘পরের লক্ষ্য বাংলা’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বাংলা থেকে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে”। গিরিরাজের এই মন্তব্যে পাল্টা তোপ দাগলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।
এক্সের ভিডিও বার্তায় ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “এটা সরাসরি ভাবে বাংলার পরিচয়, সম্মান এবং সভ্যতার উপর আক্রমণ। সংবিধান রচয়িতা, কবি, বিপ্লবী, নোবেল-জয়ী, বিজ্ঞানি, সমাজ সংস্কারকের এই বাংলাকে গিরিরাজ সিং রোহিঙ্গা ও বাংলাদেশীদের বাংলা বলে উল্লেখ করেছেন”। এরপর কটাক্ষের সুর চড়িয়ে শশী পাঁজা (Shashi Panja) আরও বলেন, “বাংলায় জিততে পারবে না বলেই বিজেপি এই রাজ্যকে কালিমালিপ্ত করতে চাইছে। ওদের ভয় স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে।”
https://x.com/AITCofficial/status/1989238939862069255
বিহারের খেলা এখানে চলবে না বলে দাবী করেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “বিদ্বেষীদের কাছে মাথা নোট করবে না বাংলা। যাদের প্রধান কাজ সাম্প্রদায়িক বিষ ছড়ানো, তাঁদের বাংলার মানুষ সহ্য করবে না। এর জবাব বাংলা দেবে। বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতবে বাংলা।”
প্রসঙ্গত, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এসআইআর-এর সপক্ষে অনুপ্রবেশকারী-মুক্ত নির্বাচন করতে সুর চড়িয়ে আসছে বিজেপি (BJP)। অন্যদিকে, ঘুরপথে এনআরসি ঢোকানো হচ্ছে বলে পাল্টা তোপ দেগে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বিহারের গণনা চলাকালী বিজেপির এই ‘খেলা’ পশ্চিমবঙ্গে চলবে না বলে তোপ দেগেছেন অখিলেশ যাদবও। “এসআইআর-এর খেলা বিহারে হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে এই খেলা চলবে না। কারণ এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে”, বলে উল্লেখ করেন সমাজবাদী পার্টির প্রমুখ অখিলেশ।


