পাটনা: নির্বাচনী প্রচারে লালু-ঘনিষ্ঠ দাপুটে নেতা দুলালচন্দ খুনের ঘটনায় ২ নভেম্বর গ্রেফতার হন মোকামার (Mokama) বাহুবলি নেতা অনন্ত সিং। তবে শ্রীঘর-বাস আটকাতে পার্ল না তাঁর জয়। আরজেডির বীনা দেবীকে ২৮২০৬ ভোটে হারিয়ে ঐতিহাসিক জয় হাসিল করলেন জেডিইউ নেতা অনন্ত সিং (Anant Singh)। শুক্রবার গণনার প্রথমার্ধেই বীনা দেবীর থেকে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন অনন্ত।
জেলবন্দী প্রাক্তন বিধায়কের সমর্থনে পোস্টার পড়তে থাকে মোকামায়। যাতে লেখা ছিল, “জেল কা ফটক টুটেগা, হামারা শের ছুটেগা”, অর্থাৎ, জেলের দরজা ভাঙবে, আমাদের বাঘ বেরয়ে আসবেন। বিধান বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) অনন্তের প্রাপ্ত ভোট ৯১৪০৬। অন্যদিকে, আরজেডি প্রার্থী বীনা দেবীর ঝুলিতে আসে ৬৩ হাজার ২১০ ভোট।
এই আসনের ফলাফল কেবল মোকামা নয়, পুরো পাটনা জেলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বলে ধারণা করা হছে। এই মোকামা আসনে ঐতিহ্যগতভাবে পেশীশক্তি এবং প্রভাবশালী ব্যক্তিত্বরা রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছেন এবং এবারও প্রতিযোগিতা তীব্র হয়েছে।
দুলালচন্দ খুনে গ্রেফতার হন অনন্ত
প্রসঙ্গত, ৩০ অক্টোবর মোকামার ঘোসবাড়ি থানা এলাকায় বাজারের কাছে জন সুরজের সমর্থক ও লালু-ঘনিষ্ঠ নব্বই দশকের দাপুটে নেতার সঙ্গে জেডিইউ-এর অনন্ত সিং-এর মিছিলের সংঘর্ষে দুলালচন্দের (Dulalchand) মৃত্যু হয়। ঘটনার অভিযোগে ২ নভেম্বর অনন্ত সিং সহ তাঁর দুই সহকর্মী মনিকান্ত ঠাকুর ও রঞ্জিত রামকে গ্রেফতার করে পুলিশ।


