সৌরভকে ‘বেহালার বেহায়া’ বলে বেলাগাম তথাগত

tathagata-roy-slams-sourav-ganguly-salboni-steel-project-controversy

কলকাতা: বাংলায় শিল্প হবে, কিন্তু কবে ? এ আপামর বাঙালির চিরন্তন প্রশ্ন। এই তো বেশ কয়েক মাস আগেই চলতি বছরে স্পেন থেকে ঘুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সাথী হলেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ কি? না শালবনিতে হবে সৌরভের নতুন স্টিল প্রকল্প এবং তাতে কর্মসংস্থান হবে প্রচুর ছেলে মেয়ের।

Advertisements

বাংলায় ফিরে এসে ঘটা করে করেছিলেন বাণিজ্য সভা কিন্তু আখেরে এখনো স্টিল প্রকল্পের টিকিটিও দেখতে পাওয়া যায়নি। যদিও বাণিজ্যিক কিছু কারণের জন্য সেই প্রকল্প সরাতে হয়েছিল গড়বেতায় কিন্তু আখেরে মানুষের হাতে এসেছে শুধুই পেন্সিল।

এবার এই ইস্যুতেই সরব হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘বেহালার বেহায়া’ এবং মমতাকে ‘সুলতানা’ বলে সম্বোধন করে আরও এক বার বেলাগাম তিনি। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা বন্দোপাধ্যায় এবং সৌরভকে নিশানা করে বলেছেন শালবনিতে যে স্টিল প্রজেক্টের স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল তাতে কটা গ্রিল তৈরী হয়েছে।

একই সঙ্গে তিনি তুলনা স্বরূপ অন্ধ্র প্রদেশের কথা টেনে বলেছেন অন্ধ্র সরকার বিশাখাপত্তনম এবং আনাকাপল্লিতে ৪৮০ একর জমি রাইডেন ইনফোটেককে বরাদ্দ করেছে, যারা ৮৭,৫২০ কোটি টাকার মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ডেটা সেন্টার স্থাপন করবে। তিনি আরো বলেছেন দেশের মানুষ সাক্ষী আছেন যে কয়েকদিন আগেই গুগলএর সিইও সুন্দর পিচাই এসে মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডুর সাথে বৈঠক করেছেন এই প্রসঙ্গে।

Advertisements

তথাগত তার এই পোস্টে স্পষ্ট বলেছেন যে বাংলা ব্যাতিত অন্য রাজ্যে যখন কোনো প্রকল্পের পরিকল্পনা করা হয় তখন তার মধ্যে থাকে আলাদা এক দায়িত্ব এবং তাতে কোনও তঞ্চকতা থাকে না। কিন্তু বাংলায় প্রথম কথা কোনো প্রকল্প তো হয়না, তার উপরে যা হয় তা সাধারণ মানুষের সঙ্গে তঞ্চকতা ছাড়া আর কিছু নয়।

তথাগতের এই পোস্টে সমর্থন জানিয়ে নেটিজেনরা বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় একসময় ছিলেন বাম সমর্থক তখন তাদের থেকে সুবিধা নিয়েছেন। এখন যেহেতু সরকার তৃণমূলের তাই মুখ্যমন্ত্রীকে ভাঙিয়ে এখন সুবিধা নিয়ে চাইছেন।

কিন্তু সাধারণ মানুষকে মিথ্যে স্বপ্ন দেখানোর বা তাদের সঙ্গে তঞ্চকতা করার কি কারণ তাও জানতে চেয়েছেন তারা। তথাগত তার স্বভাবসিদ্ধ ব্যাঙ্গাত্মক সুরে মিছরির চুরি চালিয়ে বলেছেন বাংলা যে শালবনিতে সৌরভকে জায়গা দিল এবং তারপর তা সরাতে হল গড়বেতায় তার দাম কি দিল সৌরভ এবং মমতা। সাধারণ মানুষের উপহার কি শুধুই স্বপ্নভঙ্গ ?