অক্ষমের আস্ফালন! ‘পুঁচকে’ দলের নেত্রীকে কটাক্ষ তথাগতর

tathagata-roy-mocks-mamata-banerjee-sir-voter-list-rally-kolkata

কলকাতা: বঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। এই সংশোধন বা SIR এর বিরোধিতায় মঙ্গলের পড়ন্ত দুপুরে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দোপাধ্যায় এবং সঙ্গী হন অভিষেক বন্দোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং প্রমুখ তৃণমূল বাহিনী। মিছিল শেষে জনসভায় মুখ্যমন্ত্রী তার নিজস্ব ভঙ্গিতে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন একজন হিন্দুর নামও যদি SIR মারফত বাদ দেওয়া হয় তাহলে বিজেপির সরকার তিনি ভেঙে দেবেন।

Advertisements

এই মন্তব্যেই সরব হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি তার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন ” মমতা বলেছেন বিজেপির সরকার ভেঙে ছাড়বেন। কিন্তু এই মন্তব্য অক্ষমের আস্ফালন ! বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীদের জন্য কি অপার মমতা !” তিনি আরও বলেছেন মমতা কি পশ্চিমবঙ্গের মানুষকে নিজের মতো নির্বোধ মনে করেন ?

   

হরিয়ানার নির্বাচনে বড় অনিয়ম, ২৫ লক্ষ ভোট চুরির অভিযোগ তুললেন রাহুল

একটিমাত্র রাজ্যে আবদ্ধ একটি পুঁচকে দল, দলের নামের আগে শখ করে ‘স-র্ব-ভা-র-তী-য়’ লাগালেই হবে ? অন্য যে রাজ্যে লড়েন, জামানত জব্দ হয়, আপনি ভাঙবেন বিজেপির সরকার ?” সুতরাং তথাগত রায় স্পষ্টতই মমতার গতকালের ভাষণকে কটাক্ষ করে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের এই আস্ফালনে SIR থেমে থাকবে না কিংবা বিজেপির সরকারও ভেঙে যাবে না।

Advertisements

তার সঙ্গে তিনি তৃণমূলকে মনে করিয়ে দিয়েছেন যে তৃণমূল সর্বভারতীয় দল নয়। তৃণমূল কেবল মাত্র একটি রাজ্য ভিত্তিক পার্টি যার ক্ষমতা অত্যন্ত সীমিত। তবে শুধু মমতা নন অভিষেকও তার বক্তব্যে একাধিকবার বলেছেন যে SIR এ একটিও হিন্দু নাম কাটা গেলে পরে তারা এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাবেন। অভিষেকের এই মন্তব্যে সরব হয়ে বিজেপি কটাক্ষ করে বলেছে যে আগে অভিষেক ইডির দফতরে যান সেখানে ওনাকে সবচেয়ে বেশি প্রয়োজন।

তবে তথাগতের এই পোস্টার মন্তব্য করেছেন নেটিজেনরাও। তাদের মতে তৃণমূল নিজেদের সর্ব ভারতীয় বলে কি করে আর ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরোধিতায় এটা সবাই বুঝতে পরে গেছে যে সংখ্যালঘু তোষণের জন্যেই তৃণমূল SIR এ বিরোধিতা করছে। মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল এমনটাও বলেছেন অনেকে। তবে SIR প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা শেষ ও হবে তবে এর শেষে বাদ যাওয়া নামের সংখ্যা কোটি এসে দাঁড়ায় তা ভবিষৎ বলবে।