‘চোরেদের আড্ডা’! WBBSC এর চেয়ারম্যানকে কটাক্ষ তরুণজ্যোতির

tarunjyoti-tiwari-wbssc-corruption-remarks

কলকাতা: নিয়োগ দুর্নীতি ফের চরমে। ইন্টারভিউ এর ডাক পাচ্ছেন না যোগ্য প্রার্থীরা। তার বদলে দাগি তালিকার নাম বেনোজলের মত ঢুকে যাচ্ছে যোগ্যদের তালিকায়। এবার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ করলেন বিজেপি নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

Advertisements

তিনি তার এক্স হ্যান্ডেলের পোস্টে বলেছেন তিনি লেখেন—WBSSC–র চেয়ারম্যান হিসেবে সিদ্ধার্থ মজুমদারকে নিয়োগ করার সময়ে তৎকালীন সেচমন্ত্রী ও বর্তমান তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তাঁকে ‘নতুন তৃণমূলের মুখ’ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু তিওয়ারির দাবি, “বাস্তব প্রমাণ করেছে, তৃণমূলের কোনও ‘নতুন মুখ’ নেই—শুধুই পুরনো চোরেদের দল।”

   

তিনি আরও কটাক্ষ করে বলেন, যাঁরা ভেবেছিলেন পুরনো দুর্নীতিগ্রস্তদের বিদায় দিয়ে কোনও এক ‘ঈশ্বরদূত’ এসে স্বচ্ছতা ফিরিয়ে দেবেন, তাঁরা ভুল করেছিলেন। তাঁর কথায়, “আবারও গোলমাল হলো, আবারও লাখ লাখ পরীক্ষার্থী বঞ্চনার শিকার হল।

WBSSC থেকে শুরু করে পুরো শিক্ষা দফতর আজ চোরের আড্ডা হয়ে গেছে।” এই মন্তব্যেই আপাতত ফের শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপি তরজা। তরুণজ্যোতি তার মন্তব্যে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষা ক্ষেত্রে রাজনীতি কতটা ক্ষতিকর হতে পারে।

Advertisements

SSC এর মতো প্রতিষ্ঠান যারা কারুর অধীনে নয় তারাও আজ দলদাসের মত ব্যাবহার করছে এবং পুরোনো কারচুপি ফিরিয়ে আনছে। যদিও চাকরি চুরির অপরাধে এবং টাকা আত্মসাৎ করার অপরাধে জেল খাটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটেছে।

কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন ছুড়ে দিয়েছে যে বর্তমান শিক্ষামন্ত্রীও কি দুর্নীতির উর্দ্ধে সোমবার দুপুর থেকেই যোগ্য চাকরি প্রার্থীদের ভিড় জমছিল বিকাশ ভবনের সামনে। কিন্তু সন্ধে নামলেই পুলিশ তাদের লাঠিচার্জ করে উঠিয়ে দেয়। এই ঘটনাতেও সরব হয়ে সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি তৃণমূল জমানায় মেধার কোনও ভূমিকা নেই শুধুই দুর্নীতি এবং দলীয় ঝান্ডা ধরলেই চাকরি পাওয়া যায়।

তবে তরুণজ্যোতি সহ বিরোধী শিবির তৃণমূলের এই শিক্ষা এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে বাংলাতেই প্রথম শিক্ষামন্ত্রী জেল খাটল। এতো কিছুর পরেও এখনও যোগ্যদের তালিকায় দায়ী শিক্ষকরা ইন্টারভিউ তে ডাক পাচ্ছেন। সমস্ত ক্ষেত্রে নিজেদের লোক বসিয়ে রেখেছে এবং তারাই দিনের পর দিন ধরে এই দুর্নীতি করে চলেছে। আর তৃণমূলের নেতারা নতুন মুখ বানিয়ে চোরেদের জায়গা দিচ্ছে এবং শিক্ষা- কর্মসংস্থানে দুর্নীতি করছে।