SIR ঘোষণা হতেই কলকাতায় ম্যাজিক দেখলেন বিজেপির তরুণজ্যোতি

tarunjyoti-tiwari-sir-announcement-kolkata-missing-people-controversy

কলকাতা: ঘোষণা হয়ে গেছে বাংলায় SIR এর দিনক্ষণ। এবার ভোটার তালিকা থেকে বাদ যাবে ভুয়ো ভোটারদের নাম। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধন করে ৬৮ লক্ষের মত ভুয়ো এবং মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। সেই একই পদক্ষেপ নেওয়া হবে পশ্চিমবঙ্গেও। তবে SIR ঘোষণা হতেই কলকাতায় হয়েছে ম্যাজিক। ঠিক যেন পি সি সরকারের ইন্দ্রজাল।

Advertisements

রাতারাতি উধাও হয়ে গিয়েছে কিছু পরিচিত মানুষ। বিজেপির নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন “যারা প্রতিদিন ময়লা তুলত, বাড়িতে কাজ করত, রিক্সা চালাত, কিংবা বিভিন্ন রঙের দাড়ি নিয়ে ঘুরে বেড়াত একে একে সবাই গায়েব! এটা যেন হুবহু সেই দৃশ্য, যেটা আমরা দেখেছিলাম CAA ঘোষণার পর।” তিনি ইঙ্গিত করেছেন, তৃণমূল কংগ্রেস একসময় NRC ও CAA নিয়ে ভয়ের প্রচার চালিয়ে অনেককে ঢাল হিসেবে ব্যবহার করেছিল।

   

২১ মাওবাদীর আত্মসমর্পণ, সংবিধান হাতে মূলস্রোতে ফেরার অঙ্গীকার

কিন্তু এখন, যখন দেশের আইন অনুযায়ী ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে, তখন হঠাৎই সেই তথাকথিত “বিশেষ কর্মীরা” ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। তরুণজ্যোতি আরও বলেছেন “তৃণমূলের উচিত নিজেদের বিশেষ কর্মীদের খুঁজে বের করা, কারণ হয়তো এই রহস্যের উত্তর তাদের হাতেই লুকিয়ে আছে। দেশের আইন যখন কার্যকর হয়, তখন কিছু মুখের অন্তর্ধান অনেক কিছু বলে দেয়।”

Advertisements

রাজনৈতিক মহলের একাংশের মতে, তরুণজ্যোতির বক্তব্য সরাসরি কোনো সম্প্রদায়কে নিশানা না করলেও, এর মধ্যে রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট। বিশেষ করে,নির্বাচন কমিশনের তরফে SIR–এর মতো প্রশাসনিক পদক্ষেপকে “নাগরিকত্বের শুদ্ধি অভিযান” হিসেবে তুলে ধরা হচ্ছে, যা আগামী নির্বাচনে এক বড় ইস্যু হয়ে উঠতে পারে। তারা আরো বলেছেন তরুণ জ্যোতি তার পোস্টে মজার মধ্যে দিয়ে অনেক গভীর কথা বলে দিয়েছেন।

যারা বহু বছর ধরে ভুয়ো পরিচয়পত্র বহন করে এই রাজ্যে বসবাস করছিল এবং তাদের সঙ্গে জুড়ে থাকা আত্মীয়দেরও এই রাজ্যে অবৈধ ভাবে নিয়ে এসে রাজ্যের মানুষের অধিকার খর্ব করছিল আজ তাদের দুর্দিন উপস্থিত। কারণ ভোটার তালিকা সংশোধন হলেই তাদের এই রাজ্য ছেড়ে ফিরে যেতে হবে বাংলাদেশে।

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাকে উদ্দেশ্য করে বহুবার এই অনুপ্রবেশ সমস্যার কথা তুলে ধরেছেন এবং তিনি আশংকা প্রকাশ করেছেন এই ভেবে যে অবৈধ অনুপ্রবেশে দেশের ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় আসন্ন ভোটার তালিকার নিবিড় সংশোধনে কি তথ্য বেরিয়ে আসে।