কলকাতা: দুর্নীতি, নিগ্রহ, ধর্ষণ এবং হত্যার মত ঘটনা যেন এই রাজ্যের রোজনামচা হয়ে গিয়েছে। এই সব ইস্যু ঘিরে প্রত্যেকবার আন্দোলন হয়েছে। সাধারণ মানুষ থেকে তথাকথিত বুদ্ধিজীবীরা তৃণমূল সরকারকেই দোষারোপ করেছেন। কিন্তু না, তা হয়ত ঠিক হয়নি। তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ এবং আন্দোলনের জন্য তাদের কাছে মানুষের ক্ষমা চাওয়া উচিত। ব্যাঙ্গাত্মক সুরে এমনটাই বললেন বিজেপি নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।
তরুণজ্যোতি তার ফেসবুক পোস্টে বেশ ব্যাঙ্গাত্মক সুরেই বলেছেন যে রাজ্য সরকার যে দুর্নীতির পাহাড় গড়েছে তার জন্য আসলে দায়ী SIR। তিনি বলেছেন “রাজ্যের বিভিন্ন ঘটনা এবং দুর্নীতির জন্য একদিন তৃণমূলকে দোষ দিয়ে এসেছেন আপনারা। আজকে প্রকাশ্যে ক্ষমা চান।
ব্ল্যাক প্যান্থার্সকে হারিয়ে বেঙ্গালুরু জার্সিতে দ্বিশত ম্যাচ শেষে ‘বিস্ফোরক’ গুরপ্রীত
আজ সব কিছু পরিষ্কার। সবকিছুর জন্য কে দায়ী জানেন? দুর্নীতি? SIR এর জন্য, খুন? SIR করেছে, মৃত্যু? SIR ঘটিয়েছে,ধর্ষণ? SIR-এর প্রজেক্ট! তাই এখন থেকে রাজ্যে যদি কেউ হাঁচে, কাশে, বিদ্যুৎ যায়, বা গ্যাসের দাম বাড়ে, কেউ আত্মহত্যা করে দায়ী কে?একটিই উত্তর, সবাই একসঙ্গে বলুন দায়ী SIR।”
সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যাঙ্গ করলেও তরুণ জ্যোতি স্পষ্টতই তুলে ধরেছেন রাজ্যের বাস্তব চিত্র। যেদিন থেকে SIR এর দিনক্ষণ ঘোষণা হয়েছে সেদিন থেকেই যেন তেন প্রকারেন ভোটার তালিকার নিবিড় সংশোধনে বাধা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।
সম্প্রতি আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যু নিয়ে ঠিক এমনই এক নক্কারজনক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল দাবি করেছে SIR হবে বলে ভয় পেয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। ঠিক ইলাম বাজারে আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং তার জন্যও তৃণমূল দায়ী করেছে SIR কে। এই মুহূর্তে যেন রাজ্যে মৃত্যু হলেই তৃণমূল সেই দায়ভার চাপাচ্ছে SIR এর উপরে।
ঠিক সেই কারণেই তরুণ জ্যোতি তার পোস্টে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ব্যাঙ্গ করেছেন যে এখন রাজ্যে SIR হবে বলে তৃণমূল সমস্ত দোষ চাপাচ্ছে SIR এর উপর। কিন্তু অতীতে যে ঘটনা গুলোতে সারা পড়েছিল বাংলা জুড়ে তার জন্যও কি SIR দায়ী? এমনটাই প্রশ্ন তুলেছেন তরুণজ্যোতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আর জি কর। কসবার কলেজে ধর্ষণ থেকে দুর্গাপুর মেডিক্যাল। ওবিসি দুর্নীতি থেকে DA বঞ্চনা এসবের জন্যও কি SIR দায়ী ? এমনটাই প্রশ্ন এই বিজেপি নেতার।
রাজনৈতিক মহলের একাংশ সরব হয়েছেন তারুণ্যটির এই পোস্টে। তারা তাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্ট বলেছেন। SIR এর নাম শুনেই ভয় হাটু কাঁপছে সরকারের। দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে যে ভোটব্যাঙ্ক তৈরী করেছে তৃণমূল তা অচিরেই ধসে পড়বে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেছেন যে তৃণমূল না চাইলেও রাজ্যে SIR হবেই।
ভোটার লিস্ট ইতিমধ্যেই ফ্রিজ হয়ে গিয়েছে এবং আগামী ৪ নভেম্বর থেকে BLO রা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। সুতরাং তৃণমূল না চাইলেও SIR হবেই। আর মমতা বন্দোপাধ্যায় সবসময়ই অন্যের ঘাড়ে দোষ চাপান। এবারেও তার ব্যাতিক্রম হয়নি এমনটাই মনে করছেন তারা।


