আকাশ ছোঁয়া দুর্নীতিতেও সুজনের SIR বিরোধিতা! বিস্ফোরক তরুণজ্যোতি

tarunjyoti-accuses-sujan-chakraborty-sir-fake-voters-jadavpur

কলকাতা: বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR ঘিরে চাপানউতোর বাড়ছে। তার সঙ্গে বাড়ছে রাজনৈতিক বাদানুবাদ। সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী নিজেই বলেছিলেন তার যাদবপুর কেন্দ্রে ২০,০০০ ভুতুড়ে ভোটার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও SIR নিয়ে তাদের নিষ্ক্রিয়তা এবং বিরোধিতা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

Advertisements

বিজেপির নেতা এবং বিশিষ্ঠ আইনজীবী তরুণজ্যোতি অভিযোগ করেছেন সুজনের কেন্দ্রেই এই পরিমান ভুয়ো ভোটার থাকা সত্ত্বেও কেন SIR এ নারাজ বামেরা। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট অভিযোগ করেছেন যে “পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে অদ্ভুত দল বামফ্রন্ট CPM নেতা সুজন চক্রবর্তী নিজেই বলছেন শুধু যাদবপুরেই ২০,০০০ অস্তিত্বহীন ভোটার!” ডুপ্লিকেট এন্ট্রি ও জাল ভোটার যোগ করলে সংখ্যাটা আরও আকাশছোঁয়া হবে, সেটা ওনারা জানেন।

চিনের পাহাড় কি সত্যিই ডিম পাড়ে? গবেষণায় উঠে এসেছে অবাক করা কারণ

তবুও SIR-এর বিরোধিতা করছে, কারণ ওটা করলে ক্ষতি হবে তৃণমূলের আর বামফ্রন্টের আসল কাজই হল ভোট ভাগ করে TMC-কে সুবিধা করে দেওয়া। যেটা করলে তৃণমূলের অসুবিধা, সেটারই বিরোধিতা এদের প্রধান নীতি!”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শিবিরে দাবি উঠেছে, “সুজন চক্রবর্তী নিজে যেখানে ভুতুড়ে ভোটারদের উপস্থিতি স্বীকার করছেন, সেখানে SIR-এর বিরোধিতা মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়া।”

Advertisements

সিপিএমের তরফ থেকে এখনও পর্যন্ত তরুণজ্যোতির মন্তব্যের সরাসরি জবাব মেলেনি। তবে দলের এক মুখপাত্র জানিয়েছেন, “SIR প্রক্রিয়া সরকারের তত্ত্বাবধানে চলছে, তাই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা চাই নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করুক।” কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “যখন সুজন চক্রবর্তী নিজে যাদবপুরে ভুয়ো ভোটার থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন, তখন SIR-এর বিরোধিতা দলের অবস্থানকে দুর্বল করছে।

এতে বিরোধী ঐক্যের ভিত আরও ভেঙে পড়ছে।” সুজন চক্রবর্তী কিছুদিন আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর যাদবপুর কেন্দ্রে ২০,০০০ অস্তিত্বহীন ভোটার রয়েছে। এই মন্তব্যের পর থেকেই নির্বাচনী তালিকার স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু তরুণজ্যোতির অভিযোগ, “বামফ্রন্টের এই অবস্থান আসলে রাজনৈতিক কৌশল।

তারা জানে, যদি ভুয়ো ভোটার বাদ যায়, তৃণমূলের কিছু বুথ দুর্বল হবে, তাই তারা অজুহাত খাড়া করে SIR আটকানোর চেষ্টা করছে।” সাধারণ মানুষ তরুণজ্যোতির এই পোস্টের প্রতিক্রিয়ায় বলেছেন সিপিএমের এই কার্যকলাপ নতুন নয়।

রাজ্যে তাদের কোনো অস্তিত্ব নেই তাই এখন তৃণমূলের হাত ধরে ভেসে থাকবার চেষ্টা চালাচ্ছে তারা। বামেরা নিজেরাও জানে যে মানুষ তাদের আর চায় না আর ভুয়ো ভোটার বাদ গেলে তাদের অবস্থান আরও খারাপ হতে পারে বলে মনে করছেন তারা।