Suvendu Adhikari: বিজেপি ক্ষমতায় এলে মালিকানা পাবে চা-শ্রমিকরা, ‘বড়’ ঘোষণা শুভেন্দুর

BJP Takes to the Streets Against Corruption; Suvendu Leads Vijay Sankalp Yat

‘চা বাগানের শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার’, এদিন মালবাজারে ভোট প্রচারে গিয়ে নিজের পুরোনো দল তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিজেপি সরকার ক্ষমতায় এলে চা-বাগানের মালিকানা পাবে চা-শ্রমিকরা। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে  ‘বড়’ ঘোষণা করলেন শুভেন্দু। এদিন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে জলপাইগুড়ির মালবাজারে সভা করেন শুভেন্দু। সভামঞ্চ থেকে তিনি ‘চোর’ তৃণমূলকে  উৎখাতের ডাক দেন। উত্তরবঙ্গে এদিন অমিত শাহের সংকল্প সভার পরই মালবাজারে সভা করেন শুভেন্দু। 

উত্তরবঙ্গে ভালো ফল করতে মরিয়া গেরুয়া শিবির। ভোট ঘোষণার প্রথম থেকেই তাই উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছে তারা। রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব, উত্তরের মাটিতে ব্যাটিং করতে দৌড়োচ্ছেন ঘনঘন। অন্যদিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। ঝড়ের কারণ উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্তদের দেখতে দুর্যোগের রাতেই জলপাইগুড়ি ছোটেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝরাত পর্যন্ত তদারকি করেন তিনি। আজ সেই জলপাইগুড়ির মালবাজারে দাঁড়িয়েই মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু। উত্তরবঙ্গ নরেন্দ্র মোদীর ছিল, আগামী দিনেও এখানকার আসনগুলি যে তাঁরই থাকবে ভোটের আগে সে কথাও স্মরণ করান উত্তরের বাসিন্দাদের। সঙ্গে মমতা ভোটের আগে শুধু ছবি তুলতে এসেছিলেন বলেও দাবি করেন শুভেন্দু। 

   

পাশাপাশি মমতার সরকার উত্তরবঙ্গে জন্য কিছুই করেনি, উপরন্তু দুর্নীতি করেছে বলে আক্রমণ শানান শুভেন্দু। তাঁর দাবি, ‘উত্তরবঙ্গে প্রকৃতি তার সম্ভার ঢেলে দিয়েছে। সেই সম্ভারকে নষ্ট করছে তৃণমূল। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়ার ডাক দেন শুভেন্দু। শুভেন্দুর আরও দাবি, ১২ বছর মমতা ঘুমোচ্ছিলেন। ভোটের সময় এসে চা-শ্রমিকদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। এখন পাট্টা দেবার কথা বলছেন।’ 

আজই উত্তরবঙ্গে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইদিনে মালবাজারের পর রায়গঞ্জে সভা করবেন শুভেন্দু।  উত্তরকে দখলে রাখতে মরিয়া বিজেপি। নাছোড় তৃণমূলও। সব মিলিয়ে ভোট উৎসবে সরগরম উত্তরবঙ্গ। তবে ৪ জুন ভোটের ফল ঘোষণা হলেই বোঝা যাবে কার দখলে রইল উত্তর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন