
কলকাতা: বুধবার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যান বিরোধী (Suvendu Adhikari statement)দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদিক সম্মেলনে শুভেন্দু মন্তব্য করেন, ‘দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না।’ মঙ্গলবার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মেসির বঙ্গ সফর এবং বিশৃঙ্খলার জেরে বরখাস্ত হয়েছেন বিধান নগরের ডিসিপি অনীশ সরকার।
শো কজ করা হয়েছে ডিজি রাজীব কুমারকেও। তবে বুধবার স্টেডিয়াম পরিদর্শনে এসে শুভেন্দু বলেন ক্রীড়ামন্ত্রী শুধু নয় সঙ্গে পুলিশ মন্ত্রীরও পদত্যাগ চান তিনি। তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ চান তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন ‘এরা দেহত্যাগ করে কিন্তু পদত্যাগ করে না।’
শুভেন্দু তার বক্তব্যে বাঙালি অস্মিতাকে উস্কে দিয়ে বলেছেন যে বাঙালি হিসেবে তিনি এবং গোটা বাংলা লজ্জিত। তিনি আরও বলেন যা দিল্লি, মুম্বই হায়দ্রাবাদ পারে তা আমরা পারিনা কেন। তার সঙ্গে স্মৃতি উস্কে দিয়ে তিনি বলেন যে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে মেসির আগমনকে কেন্দ্র করে। সেই টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে।
তবে শুধু শুভেন্দু নয় বুধবার স্টেডিয়াম পরিদর্শনে যায় SIT এর পুলিশ কর্তারা। সেখানে যে ১৫ মিনিট জিজ্ঞাসাবাদ করে তারা ফিরে যায় লালবাজারে। এই ঘটনাকে কটাক্ষ করে শুভেন্দু তার ক্ষোভ উগরে দিয়েছেন এবং বলেছেন যে এই তদন্ত কমিটির পক্ষে কিছুতেই মানুষকে ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ পুরো সিস্টেমের মধ্যেই গলদ রয়েছে।
এবং এই ঘটনার তদন্ত করলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যেতে পারে বলে তিনি কটাক্ষ করেছেন। শুধু তাই নয় তিনি অরূপ বিশ্বাসের পদত্যাগকে দলীয় নাটক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে একজন মন্ত্রী যখন সাদা কাগজে ইস্তফা দেন তখন তা যথেষ্ট সন্দেহজনক।
তিনি আরও বলেছেন যে নির্বাচনের আগে যেভাবে মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে নির্বাচনী খরচ তোলা হয়েছে ক্রীড়া মন্ত্রীর পদত্যাগও তেমনি সন্দেহজনক। শুধুমাত্র নির্বাচনকে মাথায় রেখে মমতা বন্দোপাধ্যায় তার ট্রাম্প কার্ড খেলছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু।










