SIR এ রেফারি বিজেপি! নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু

SIR Project Is Transparent, Yet TMC Keeps Obstructing: Suvendu Adhikari
SIR Project Is Transparent, Yet TMC Keeps Obstructing: Suvendu Adhikari

নন্দীগ্রাম: পশ্চিমবঙ্গের ভোটপর্ব ঘনিয়ে আসতেই কড়া নিরাপত্তা, কঠোর নজরদারি এবং বিশেষ তালিকাভুক্তি অভিযানের (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এরই মাঝে নন্দীগ্রামে দাঁড়িয়ে নতুন বিতর্ক ছড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। SIR এবং BLO–দের ভূমিকা নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন এবং রাজনৈতিক নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরেন। শুভেন্দু বলেন SIR হচ্ছে নির্বাচন কমিশনের আদেশে। তৃণমূলের কাজ সহযোগিতা করা এবং বিজেপি রেফারি।

শুভেন্দুর অভিযোগ, “কীভাবে একজন BLO তৃণমূল অনুগামী বা বিজেপি অনুগামী হতে পারেন? BLO মানে বুথ লেভেল অফিসার যাঁদের নিয়োগ করে ভারত নির্বাচন কমিশন। তাঁদের কাজ প্রশাসনিক, রাজনৈতিক নয়। তাহলে তাঁরা রাজনীতিতে জড়াবেন কেন?”

   

গত কয়েকদিন ধরে SIR–কে কেন্দ্র করে তৃণমূল–বিজেপির মধ্যে সংঘাত আরও প্রকট হয়েছে। বিভিন্ন জেলায় BLO–দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। রাজ্যের শাসকদলও অভিযোগ করছে, SIR এর নামে ‘নির্বাচনী ছলচাতুরী’ চলছে। এই পটভূমিকাতেই শুভেন্দুর বক্তব্য আরও গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, “যে বিশেষ পর্যবেক্ষককে এখানে পাঠিয়েছে নির্বাচন কমিশন, তাঁর উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। SIR কোনও নতুন বিষয় নয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে ৯ বার SIR হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন যে তারা যদি এই প্রক্রিয়াতে সহযোগিতা না করে তাহলে ৫ মে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে।

বিহারে একদম পরিষ্কার ও স্বচ্ছ SIR হয়েছে। সেখানে সমস্যা হয়নি, তাহলে পশ্চিমবঙ্গে কেন হবে?”নন্দীগ্রামের সভায় শুভেন্দু দাবি করেন, SIR–এর মাধ্যমে শুধুমাত্র মৃত ভোটারদের নাম, জাল ভোটারদের নাম এবং যাঁরা বৈধ নন তাঁদের নামই বাদ পড়বে।

তাঁর প্রশ্ন—“তাহলে তৃণমূলের সমস্যা কোথায়? যদি কারও কোনও অবৈধ সুবিধা না থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই।” তিনি আরও বলেন, “সবকিছু কেন রাজনীতি করতে হবে? নির্বাচন কমিশনের কাজ কমিশন করবে। আইন অনুযায়ী প্রক্রিয়া চলবে।”

নন্দীগ্রামের এই বক্তব্যের পর রাজ্যের বিভিন্ন অঞ্চলে আবারও আলোচনায় উঠে এসেছে নির্বাচন কমিশনের ভূমিকা এবং নিরপেক্ষতা বজায় রাখার চ্যালেঞ্জ। শুভেন্দুর রেফারি মন্তব্যে পরিষ্কার বিজেপি চাইছে কঠোর SIR, যাতে ভোটার তালিকা ‘সম্পূর্ণ স্বচ্ছ’ হয়। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ SIR–এর নাম করে বিরোধীরা ভোট কাটছাঁট করতে চাইছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন