কলকাতা:আগামীকাল বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা ছিল (Suvendu Adhikari Babri Mosque)। আজ শুভেন্দু অধিকারী সাংবাদিক দের সঙ্গে কথা বলার সময় বলেন। আগামীকাল এই মসজিদের শিলান্যাস দাঁড়িয়ে থেকে করাবে মমতা পুলিশ। তিনি বলেন মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ কাল এই শিলান্যাসে কোনও বাঁধা দেবে না। পুরুলিয়ার জয়পুরে একটি জনসভায় যোগ দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন যে বেলডাঙ্গায় সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস সাহায্য করবে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ। শুভেন্দু সরাসরি অভিযোগ করে বলেন মমতা বন্দোপাধ্যায়ের মুখ এবং মুখোশ এক নয়। তিনি কখনোই বিশ্বাস যোগ্য নন। তিনি আরও বলেন হুমায়ূনের এই সাসপেন্ড মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যে।
‘বন্ধু’ পুতিনকে পাশে নিয়ে পকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন মোদী
শুভেন্দুর মতে মন্দির মসজিদ বাংলায় হতেই পারে কিন্তু বাবরের নাম দিয়ে মসজিদ রাষ্ট্রবাদীরা কখনোই মেনে নেবে না। তিনি বলেন আগামীকাল শৌর্য দিবস এদবং তিনি কলকাতায় শৌর্য দিবসে অংশ নেবেন। শুভেন্দু আরও বলেন যে মুসলিম শাসকরা বারবার ভারত বর্ষে এসে হিন্দুদের উপর অত্যাচার করেছে এবং ধর্মান্তকরণ করেছে। তারপরও বাবরের নাম নিয়ে বাংলায় মসজিদ রাষ্ট্রবাদীরা মেনে নেবে না।
গত ২২ নভেম্বর থেকে হুমায়ুন কবির বেলডাঙ্গায় ‘বাবরি মসজিদ’-এর শিলান্যাসের ঘোষণা দিয়ে বিতর্ক শুরু করেন। তিনি বলেছিলেন, “এটা তিন বছরে সম্পন্ন হবে, বিভিন্ন মুসলিম নেতা অংশ নেবেন।” এরপর তৃণমূল কংগ্রেস ৪ ডিসেম্বর তাঁকে সাসপেন্ড করে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমরা সতর্ক করেছিলাম, কেন হঠাৎ বাবরি মসজিদ?” কিন্তু হুমায়ুন থামেননি।
আজই তিনি বলেছেন, “অনুষ্ঠান হবেই। আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করব এবং ২২ ডিসেম্বর নতুন দল গঠন করব।” মুর্শিদাবাদ প্রশাসন অনুমতি দেয়নি, কিন্তু কলকাতা হাইকোর্ট আজই (৫ ডিসেম্বর) হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এক আবেদনকারী বলেছেন, “এটা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করবে,” কিন্তু আদালত বলেছে, “প্রশাসনের দায়িত্ব।”

