কলকাতা ১১ অক্টোবর: নির্ধারিত হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (Bengal Politics)। তার আগে প্রায় মাস খানেক ধরে রাজ্যে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR। সংশোধনের প্রথম দফায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় বেড়েছিল রাজনৈতিক চাপানউতোর। পরে শীর্ষ আদালত আধার কার্ডকে মান্যতা দেওয়ার পরে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৫ লক্ষে।
বাংলাতেও দিনক্ষণ ঠিক না হলেও বেজে গিয়েছে SIR এর দামামা। শুরু হয়েছে প্রশিক্ষণ। এই সংশোধন নিয়ে বাংলাতেও মুখোমুখি তৃণমূল এবং বিজেপি দুই যুযুধান পক্ষ। তৃণমূলের দাবি ভোটের আগে তালিকার নিবিড় সংশোধন করে ব্যাক ডোর NRC করতে চাইছে বিজেপি। বিজেপি শীর্ষ নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার SIR নিয়ে মুখ খুলেছেন।
মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ১২ ঘণ্টা, পাতলা ডিজাইনে আসছে Motorola Edge 70
তিনি বলেন এই সংশোধনের কাজ সারা দেশের প্রত্যেক রাজ্যেই হবে। তাই শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো কারণেই ভয় পাওয়ার কোনও কারণ নেই বা ‘জিটারি’ করার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের যে এই প্রক্রিয়াকে নিয়ে অযথা আতঙ্ক প্রচার করছে, তা বিজেপি নেতারা ‘ভোট চুরির ভয়’ বলে অভিযোগ করছেন।
সুকান্ত তার বক্তব্যে অহেতুক আতঙ্ক ছড়াতে বারণ করেছেন এবং তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় অহেতুক রাজ্যে SIR আতঙ্ক তৈরী করছেন এবং SIR নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সুকান্তর এই এই মন্তব্য শুধু তৃণমূলের উদ্দেশ্যেই নয়, নির্বাচন কমিশনকেও একটা পরোক্ষ সংকেত।
তিনি বলেন, “স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সব রাজ্যেই হবে। এটা কোনো একটা রাজ্যের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নয়। তৃণমূল যদি সত্যিই গণতন্ত্রের পক্ষে থাকে, তাহলে এই প্রক্রিয়াকে স্বাগত জানানো উচিত। কিন্তু তারা কেন এত ভয় পাচ্ছে? কারণ তারা জানে, নকল ভোটারদের তালিকা থেকে এই সংশোধন তাদের ভোটব্যাঙ্কের উপর প্রভাব ফেলবে।”
রাজ্যের রাজনৈতিক মহলে সুকান্তর মন্তব্য নিয়ে বেড়েছে উত্তেজনা। বিজেপির অন্যান্য নেতারাও সুকান্তের সুরে সুর মিলিয়েছেন। বিপক্ষ দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “তৃণমূল BLO-দের হুমকি দিচ্ছে, ডিএম-দের নির্দেশ দিচ্ছে। তিনি আরও বলেছেন ভোটব্যাঙ্কের যাতে কোনও ক্ষতি না হয় তাই মমতা বন্দোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু তাতে কোনও লাভ হবে না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে SIR এ অংশগ্রহণ করবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে।