HomeWest BengalKolkata Cityমুখ্যমন্ত্রীর চাকর বলে পুলিশকে কটাক্ষ সুকান্তর

মুখ্যমন্ত্রীর চাকর বলে পুলিশকে কটাক্ষ সুকান্তর

- Advertisement -

কলকাতা: রাজ্যের প্রশাসন এবং পুলিশ ব্যবস্থাকে নিয়ে ফের সরাসরি আক্রমণ করলেন বিজেপির নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে SIR বিরোধী মিছিলে পুলিশ কর্মীদের জল বয়ে নিয়ে যেতে দেখা যায়। এই ভিডিওকে কেন্দ্র করেই সুকান্ত তার এক্স হ্যান্ডেলে রাজ্যের পুলিশকে নিশানা করে একটি পোস্ট করেছেন।

   

সুকান্ত মজুমদার তাঁর পোস্টে লেখেন “এই রাজ্যের মানুষের কাছে এই ছবিটা দুর্ভাগ্যের নয়, লজ্জার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পুলিশের আত্মসম্মান ও নিরপেক্ষতার মৃত্যু হয়েছে। প্রতিদিন তাদের ভীরু, দাসসুলভ ও চাটুকার চরিত্র প্রকাশ্যে ধরা পড়ছে। গতকালের তৃণমূলের মিছিলে কলকাতা পুলিশের আচরণ তার আরেকটি জীবন্ত প্রমাণ।”

SIR আবহে রাজ্যজুড়ে শুরু আইনি সহায়তা কেন্দ্র গঠন অভিযান তৃণমূলের

তিনি আরও যোগ করেন, “যে বাহিনী এক সময় গর্বের প্রতীক ছিল, সেই কলকাতা পুলিশ এখন তৃণমূলের রাজনৈতিক দাসে পরিণত হয়েছে। নিরপেক্ষতা বা ন্যায়বিচারের আশা করা মানে এখন কল্পনার জগতে থাকা। মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন ভোটের হাতিয়ার হিসেবে।”

সুকান্তর বক্তব্য অনুযায়ী, “কলকাতা পুলিশের নতজানু আচরণ দেখে মনে হয়েছে তারা যেন সাধারণ নাগরিকের নিরাপত্তা নয়, বরং শাসকদলের নেতাদের পা চাটাতেই ব্যস্ত।” তাঁর মতে, এই অবস্থায় রাজ্যে সুষ্ঠু নির্বাচন বা নিরপেক্ষ তদন্তের আশা করাই বৃথা।

রাজনৈতিক মহলে বিজেপি নেতার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিজেপির সমর্থকরা একে “সত্যের মুখোমুখি” হওয়া বলে উল্লেখ করেছেন, আবার তৃণমূলপন্থী নেটিজেনরা বলেছেন, “সুকান্ত মজুমদার নিজের ব্যর্থ রাজনীতির হতাশা ঢাকতে পুলিশের উপর দোষ চাপাচ্ছেন।”

অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, রাজ্যে ভোটার তালিকা সংশোধন, সীমান্তে উত্তেজনা ও একাধিক দুর্নীতির মামলার আবহে বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে লক্ষ্যবস্তু করছে। তারা আরও বলেছেন যে সাধারণ মানুষ মিছিলে যোগ দিয়েছিলেন।

তাদের জন্য জল বয়ে নিয়ে গিয়ে পুলিশ কর্মীরা মানবিকতার উদাহরণ দিয়েছেন। তাঁদের মতে, “সুকান্ত মজুমদারের এই বক্তব্য রাজনৈতিক বার্তা বহন করে তৃণমূলের জনপ্রশাসনে আস্থা হারানো এবং বিজেপির ‘anti-establishment’ ভাবমূর্তি তৈরি করা।”

সুকান্তর পোস্টে মন্তব্য করে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ ও। তারা বলেছেন রাজ্য রাজনীতিতে আবারও “পুলিশ বনাম রাজনীতি” বিতর্ক উস্কে দিলেন সুকান্ত মজুমদার। প্রশাসনকে শাসকদলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ নতুন নয়, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সরাসরি এমন আক্রমণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular