কালীমূর্তি ভাঙার ঘটনায় কাকে বিঁধলেন সুজন?

কলকাতা: নদিয়ায় সরস্বতী মূর্তি ভাঙা থেকে শুরু করে দুর্গা-কালী মূর্তি ভাঙার ঘটনায় বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC) দুইয়েরই হাত রয়েছে বলে তোপ দাগলেন সিপিআই (এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এদিন এক্সে “এ সবই একটা বড় ষড়যন্ত্রের অংশ” বলে দাবী করলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা।

Advertisements

মুর্শিদাবাদে কালী মূর্তি ভাঙার ঘটনায় আরএসএস (RSS) ঘনিষ্ঠ তাপস মন্ডল, বেল্ডাঙ্গায় কার্ত্তিক পুজোর প্যান্ডেলে দাঙ্গা সৃষ্টি করার ঘটনায় বজরং দলের সদস্য সায়ন হালদারের গ্রেফতারি, চাপড়ায় সরস্বতী ঠাকুর ভাঙার ঘটনায় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষের গ্রেফতারি সহ সম্প্রতি কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় মূল অভিযুক্ত! একের পর এক উদাহরণ উল্লেখ করে তৃণমূলের শাসনে গেরুয়া শিবিরের দাঙ্গাবাজরা ‘প্রশ্রয়’ পাচ্ছে বলে ইঙ্গিত দেন সুজন। এদিন তিনি লেখেন, “এহেন নানা অপচেষ্টার অপরাধীরা RSS/BJP এর লোক।”

কাকদ্বীপে কালীমূর্তি ভাঙার ঘটনায় উত্তাল রাজনীতি

মঙ্গলবার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দনপুর গ্রামে কালী প্রতিমার মাথা ভেঙে ফেলার ভিডিও পোস্ট করে শাসকদল সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছিলেন শুভেন্দু। বুধবার সকালে বিরোধী দলনেতার পোস্টের পর ওঠে ব্যাপক রাজনৈতিক ঝড়।

Advertisements

গোড়ায় তৃণমূল শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যে কোনও পাল্টা মন্তব্য না করলেও বৃহস্পতিবার এক্সে শুভেন্দুর অভিযোগ খারিজ করে পাল্টা তোপ দাগেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার কেবল কালী মূর্তি ভাঙাই নয়, বরং গ্রামের হিন্দুরা ঘটনার প্রতিবাদ জানালে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এমনকি ওই ভাঙা প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ বলেও ওঠে অভিযোগ।

যার প্রেক্ষিতে নারায়ণ হালদার (২৮) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ দেগে কুণাল (KUnal Ghsoh) বলেন, “কাকদ্বীপে মা কালীর মূর্তির ক্ষতি করেছে নারায়ণ হালদার। কেন, কোন উদ্দেশ্যে, কাদের কথায় বুঝে নিন।”