উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর ‘উধাও’ শুভেন্দু অধিকারী’

একুশের বিধানসভা, চব্বিশের লোকসভা ভোটের পর উপনির্বাচনেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি (Suvendu Adhikari)। চারটি আসনের মধ্যে একটি জিততে পারেনি তারা। উল্টে মূল প্রতিপক্ষ রাজ্যের…

BJP Starts Surveillance from Chief Minister Mamata Banerjee's Bhabanipur Assembly to Counter TMC's Program of Finding Fake Voters

short-samachar

একুশের বিধানসভা, চব্বিশের লোকসভা ভোটের পর উপনির্বাচনেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি (Suvendu Adhikari)। চারটি আসনের মধ্যে একটি জিততে পারেনি তারা। উল্টে মূল প্রতিপক্ষ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস চারটি আসনেই বড় মার্জিনে জয় পেয়েছে। এবার ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলকে বারংবার হুঁশিয়ারি দেন শুভেন্দু (Suvendu Adhikari)।

   

কিন্তু তর্জন-গর্জনই সার, উপনির্বাচনে কার্যত উধাও হয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার ভোটগণনার দিন সংবাদ মাধ্যমে সামনে দেখা যায়নি তাঁকে। তাঁর ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলেও উপনির্বাচনের ফলাফল সংক্রান্ত কোনও পোস্ট করা যায়নি। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা।

শনিবার ভোটগণনার দিন সকাল থেকে দেখাই পাওয়া যায়নি শুভেন্দু অধিকারীর। কোথায় ছিলেন বিরোধী দলনেতা? নেটিজেনদের অনেকেই বলছেন, বাংলায় বিজেপি ‘অভাবনীয়’ ফল দেখে নিখোঁজ হয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। উপনির্বাচনের প্রচারে চার কেন্দ্র প্রায় চষে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। করেছেন প্রচুর রোড শো, জনসভা।

ভোটে হারলেও ‘প্রথম স্থান’-এ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত

সেই শুভেন্দুই রেজাল্ট আউটের পর উধাও হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, দেশজুড়ে ১৩টি আসনে উপনির্বাচন হয়েছিল। মাত্র দুটি আসনে জিতেছে (BJP) ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দুটি আসনেই খুব অল্প মার্জিনে জিতেছে বিজেপি (BJP)। বাকি ১১টি আসনের মধ্যে ১০টি আসনের জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া-র প্রার্থীরা। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী।

বাংলার চারটি আসনে উপনির্বাচন হয়েছিল। এর মধ্যে তিনটি আসন বিজেপির হাতছাড়া হয়েছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা বাদে তিনটি আসনই ছিল বিজেপির দখলে।

যেমন কথা তেমন কাজ! কল্যাণের বাড়িতে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল