নারদ অভিযুক্ত জল শোভনের ঘরে ফেরায় বিস্ফোরক সুজন

sovan-chatterjee-rejoins-trinamool-congress-sujan-chakraborty-reaction

কলকাতা: দীর্ঘ ৭ বছর পর ঘরে ফিরলেন তৃণমূলের নিজের ছেলে শোভন চট্টপাধ্যায় এবং সঙ্গে বৈশাখী। তৃণমূলে ফিরেই প্রাক্তন মেয়র শোভন চট্টপাধ্যায় বলেন তার রক্তে শিরায় শিরায় তৃণমূল রয়েছে। সেসব প্রহসন মিটে গেলে পরে মুখ খোলেন বাংলার আরও এক বিশিষ্ট রাজনীতিবিদ সুজন চক্রবর্তী। শোভনের ঘর ওয়াপসির অব্যবহিত পরেই তিনি মন্তব্য করেছেন ” তোয়ালে মুড়ে টাকা নেওয়া সম্পদ আজ দলে ফিরেছেন।

Advertisements

তিনি এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন যে আর কয়েকদিনপর কাগজে মুড়ে টাকা নেওয়া নারদার মূল অভিযুক্তদের মধ্যমনি শুভেন্দুও দলে ফিরবেন।” সুজনের মতে বাংলায় চলেছে বিজেমুল জোট। আর এই জোটের কারণেই শেষ হচ্ছে বাংলার রাজনীতি। যদিও বিজেপি সবসময় অভিযোগ করে বামেরা তৃণমূলের সঙ্গে অলিখিত চুক্তিতে আছে এবং বামেরা আবার বিজেপিকে ধরে টানে।

   

Jio দিচ্ছে মাত্র ১ টাকায় JioHotstar Premium, খেলা থেকে সিনেমা সব একসঙ্গে

কিন্তু মাঝখানে পিষে মারা যায় বাংলার মানুষ। আবার কেউ কেউ বুঝতেই পারেন না যে কে কার সঙ্গে অলিখিত জোট বেঁধে রাজ্যকে রসাতলে পাঠাচ্ছে। তবে সুজন তার সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করে সরাসরি তৃণমূল এবং বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

রাজ্যে ঘটে যাওয়া নারদা কাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছেন। নারদার ফাঁস হওয়া ভিডিও ক্লিপে শোভন, শুভেন্দু এবং আরও কয়েকজন তৃণমূল নেতাকে দেখা গিয়েছিল এবং সুজনের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকেই বলেছেন নারদা কাণ্ডে যারা অভিযুক্ত ছিলেন পিঠ বাঁচাতে তৃণমূল ছেড়ে বিরোধী দলে চলে গিয়েছিলেন।

Advertisements

গিয়েছিলেন শোভনও। কিন্তু এখন নির্বাচনের আগে ফের সুযোগ বুঝে তৃণমূলে ঢুকে গেলেন। আবার অনেকে সরাসরি বিরোধী দলনেতার নাম করে বলেছেন যে শুভেন্দুর অবস্থায় ঠিক শোভনের মতই। জেল খাটার হাত থেকে বাঁচতে বিরোধী রাজনীতি করতে গিয়েছেন তিনি। তবে এই মন্তব্য করে সুজনকেও শুনতে হয়েছে মানুষের কটাক্ষ।

অনেকেই তাদের মত প্রকাশ করে বলেছেন সিপিএমের এই রাজ্যে আর কোনো জায়গা নেই। মানুষ তাদের অনেক দিন আগেই শূন্য করে দিয়েছে, তাই এখন অন্যের ব্যাপারে নাক গলিয়ে বা কটাক্ষ সূচক মন্তব্য করে প্রচারের আলোয় আসতে চাইছেন সুজন। আবার অনেকেই বলেছেন সিপিএমের আমলেও দুর্নীতি হয়েছে এবং তারাও রাজনীতিতে কোনও ছাপ ফেলতে পারেনি তাই মানুষ তাদের বর্জন করেছে।

তবে শোভনের কথা বলতে গেলে ৭ বছর সেভাবে দলের সংস্পর্শে না থাকলেও সম্প্রতি NKDA এর চেয়ারম্যানের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং তিনি যে তৃণমূলে কামব্যাক করবেন তা এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। তবে সুজনের কথা মত বিরোধী দলনেতা কামব্যাক করবেন কি না তা সময়ই বলবে।