মহিলা ক্রিকেট নিয়ে সৌরভের পুরনো মন্তব্যে কটাক্ষ তরুণজ্যোতির

sourav-ganguly-women-cricket-remark-tarunjyoti-tiwari-reaction

সালটা ২০১২, ক্রিকেট জগতের একটি উল্লেখযোগ্য বছর এটি। কারণ এই বছরেই ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর অবসর নেন। এই ঐতিহাসিক ক্যারিয়ারের শেষ লগ্নে একটি বাংলা সংবাদ মাধ্যমের টক শোতে বসে একটি আলোচনার আসর। সেই আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisements

   

এই অনুষ্ঠানেই তাকে তার কন্যা সানার ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে তিনি স্পষ্ট বলেছিলেন মেয়েদের ক্রিকেট খেলার কোনও প্রয়োজন নেই। তখন তিনি এও বলেন যে মহিলাদের ক্রিকেটের প্রচার কম খুব কম মানুষ ফলো করে তাদের খেলা। সৌরভের এই পুরোনো বক্তব্যকে কেন্দ্র করেই ফের সরব বিশিষ্ট আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর বড় ধাক্কা, ২০২৫ সালে নিহত ১,১০০ জন

তিনি তার এক্স হ্যান্ডেলে সেই বক্তব্যের ভিডিও তুলে ধরে সৌরভকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন “কালকে ভারতের মেয়েরা সপাটে দিয়েছে… আওয়াজ টা অনেক দিন শোনা যাবে।” তরুণজ্যোতি সৌরভের পুরনো মন্তব্যকে হাতিয়ার করে তার বক্তব্যে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে সেদিন সৌরভের মন্তব্য কতটা ভুল ছিল তা গতকাল বিশ্বসেরা হয়ে দেখিয়ে দিয়েছে ভারতের মেয়েরা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি।

Advertisements

কেউ কেউ সৌরভের সমালোচনা করেন, আবার কেউ কেউ বলেন সময় বদলে গেছে, সৌরভও নিশ্চয়ই আজ ভারতের মেয়েদের এই কৃতিত্বে গর্বিত। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, সৌরভ নিজেই একাধিকবার নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে পরবর্তীতে ইতিবাচক মন্তব্য করেছেন, বিশেষ করে বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তার হাত ধরেই WPL বা ওমেন প্রিমিয়ার লীগের এর সূচনা।

তবু এই ভিডিও যেন আমাদের সমাজের এক সময়ের মানসিকতার প্রতিফলন যেখানে মেয়েদের খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট, ছিল উপেক্ষিত এক অধ্যায়। টিভির পর্দায় মেয়েদের ম্যাচে দর্শক সংখ্যা ছিল হাতে গোনা, স্পনসর কম, কাভারেজ সীমিত। অথচ সেই পথের কাঁটা পেরিয়েই ভারতের মেয়েরা আজ ইতিহাস লিখেছে।

রিচা ঘোষ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা এই নামগুলো আজ ঘরে ঘরে উচ্চারিত। তাদের জয় প্রমাণ করেছে, প্রতিভা লিঙ্গ দেখে জন্মায় না, সুযোগ দেখেই প্রস্ফুটিত হয়। তরুণজ্যোতির কটাক্ষ হয়তো রাজনৈতিক রঙে মেশানো, কিন্তু তার ভিতরেও এক গভীর সামাজিক বার্তা লুকিয়ে আছে সময় পাল্টেছে, দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে।

সৌরভ গাঙ্গুলী এখন পর্যন্ত এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে ক্রিকেটপ্রেমীদের আশা, সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই গর্বিত আজকের মেয়েদের সাফল্যে। কারণ তিনিই তো শিখিয়েছিলেন “যদি কেউ তোমাকে নিচে টেনে ধরে, তাকে জবাব দিও নিজের খেলা দিয়ে।” আর ভারতীয় মেয়েরা যেন সেই পাঠটাই নিখুঁতভাবে রপ্ত করেছে।