Sisir Adhikari: ‘তৃণমূল দলটা করে…’, ছেলের হয়ে প্রচারে নেমে বোমা ফাটালেন শিশির!

লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের প্রচারে বেরিয়ে ফের তৃণমূলকে একহাত নিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। কাঁথি থেকে বিজেপির টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছেন শিশিরের ছেলে…

Sisir Adhikari

লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের প্রচারে বেরিয়ে ফের তৃণমূলকে একহাত নিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। কাঁথি থেকে বিজেপির টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছেন শিশিরের ছেলে সৌমেন্দু অধিকারী। সৌমেন্দুর সমর্থনে বুধবার সন্ধ্যায় পটাশপুরে বিজেপির কিষাণ মোর্চা সভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সেই সভা থেকেই একযোগে পুলিশ, তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।

পটাশপুর থানার পুলিশ আধিকারিককে আক্রমণ করে শিশির অধিকারী বলেন, পটাশপুর থানার যে বড়বাবু আছেন, উনি খুব চ্যাম্পিয়ন! ওকে টার্গেটে রাখা আছে। ওর ছবি আমার কাছে আছে। আমি দেখছি। একদিন নয়, ১৫ বছর ধরে এলাকার মানুষ দু’হাত তুলে ছাপ দিয়েছে। মহাপাপ করেছিলাম তৃণমূল দলটা করে। সেই দলকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দিন।

   

বিজেপিকে কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা দেওয়া নিয়েও মুখ খোলেন শিশির। তাঁর কথায়, সব আমরা দেখেছি। মামলার সব কপি তুলে রাখছি। মামলার খরচ, আইনজীবীর খরচ, কদিন বিচারাধীন ছিলেন, পরিবারের সদস্যদের কী কী ক্ষতি হয়েছে, আমরা লিখে রাখছি পেনশন দেব। এই পেনশনটা আদায় করব, যারা মিথ্যা মামলা করছে তাঁদের বেতন থেকেই। পটাশপুর থানা ওসি মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি লোক লাগিয়ে ধমক দিচ্ছে। আমার কাছে সব রেকর্ডিং রয়েছে।

চাকরিপ্রার্থীদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন শিশির অধিকারী। তিনি বলেন, রাজ্য সরকার চরম দুর্নীতি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা থেকে বলেছেন যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লিগাল সেল তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মেধা করছে চাষ, আর গাধা করছে শিক্ষকতা। তৃণমূলের নেতা-মন্ত্রীরা শুধু চুরি শিখেছেন, উন্নয়ন করা শেখেননি। উন্নয়ন দেখতে হলে গুজরাত ও উত্তরপ্রদেশ থেকে একবার ঘুরে আসুন।