মহাজোটের ভরাডুবিতে হতবাক সিদ্দারামাইয়া! তুললেন ‘বিস্ফোরক’ অভিযোগ!

পাটনা: ঠিক বুঝে উঠতে পারছেন না! কি করে এমন হল মেনেও নিতে পারছেন না সিদ্দারামাইয়া (Siddaramaiah)। বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ২০ বছরের রেকর্ড…

bjp-accuses-siddaramaiah-karnataka-atm-bihar-elections

পাটনা: ঠিক বুঝে উঠতে পারছেন না! কি করে এমন হল মেনেও নিতে পারছেন না সিদ্দারামাইয়া (Siddaramaiah)। বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ২০ বছরের রেকর্ড কার্যত ভেঙে দিয়েছে এনডিএ (NDA)। দুপুর সাড়ে ৩টে পর্যন্ত এনডিএ-এর ঝুলিতে রয়েছে ২০৮ টি আসন, গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ! অন্যদিকে, মহাগাঁঠবন্ধনের এগিয়ে থাকা আসন কমে হয়েছে ২৮!

Advertisements

এনডিএ জোটের এই ফলাফল দেখে কার্যত হতবাক কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। অভিযোগ তুললেন, কর্ণাটক, মহারাষ্ট্রের মত বিহারেও ‘ভোট চুরি’ হয়েছে। যদিও, আরজেডি-কংগ্রেস জোটের এই ভরাডুবির কারণ এখনও স্পষ্ট নয় তাঁর কাছে। তিনি (Siddaramaiah) বললেন, “জনগণের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। তবে আমি জানি না কেন এই বিপর্যয় ঘটেছে। আমি সেখানে (বিহারে) যাইনি। আমি জানি না কে (আমাদের জন্য) ভোট দেয়নি, কেন এনডিএ বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে। আমি জানার চেষ্টা করব।”

   

রাহুলকে “ডুবন্ত নৌকা” বলে কটাক্ষ বিজেপির

শুক্রবার দুপুর থেকেই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতে রাহুলের নেতৃত্বাধীন বিরোধী জোটকে তীব্র নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী কটাক্ষ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) করে বলেন, “তিনি নিজে ডুবছেন, জোটসঙ্গীদেরও ডোবাচ্ছেন। তিনি তাঁর হাইড্রোজেন বোমা মনে হয় নিজের জোটসঙ্গীদের উপরেই ফাটিয়েছেন”!

রাহুলের ‘ভোট চুরি’ অভিযোগ

আগস্ট মাসে ‘ভোট-চুরি’র অভিযোগকে অস্ত্র করে বিহারের নির্বাচনী প্রচারের ময়দানে নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। কর্ণাটক, মহারাষ্ট্রের বিপুল পরিমাণ ‘ভোট-চুরি’ হয়েছে বলে অভিযোগ তুলে ‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন বলেছিলেন রাহুল।

তবে ১ সেপ্টেম্বর ভোটার অধিকার যাত্রা শেষ করে কার্যত ২ মাসের জন্য গায়েব হয়ে যান রাহুল। এরপর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বেগুসরাই-এ মাছ ধরতে দেখা যায় তাঁকে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে হরিয়ানার ‘ভোট-চুরি’র ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর পাশাপাশি বিহারেও এমনটাই হতে চলেছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

Advertisements