Sandeshkhali Incident: ‘সন্দেশখালির ঘটনা বিজেপির পরিকল্পনা, সত্যটা ফাঁস হয়ে গিয়েছে’, মন্তব্য মমতার

‘সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) পূর্ব পরিকল্পিত। বিজেপি পরিকল্পনা করে ওটা করেছে। এখন সত্যটা ফাঁস হয়ে গিয়েছে।’ নদিয়ার চাকদহের সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল…

mamata-banerjee-bjp-looted-votes-in-west-bengal-in-lok-sabha-elections

‘সন্দেশখালির ঘটনা (Sandeshkhali Incident) পূর্ব পরিকল্পিত। বিজেপি পরিকল্পনা করে ওটা করেছে। এখন সত্যটা ফাঁস হয়ে গিয়েছে।’ নদিয়ার চাকদহের সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মিথ্যাবাদী’ বলে তোপ দাগেন মমতা। একই সঙ্গে সিএএ, এনআরসি লাগু করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।

সন্দেশখালি প্রসঙ্গে মমতা বলেন, সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের কাণ্ডকারখানা দেখছেন। রাজভবনের কর্মীর সঙ্গে কী করা হচ্ছে। মেয়েদের ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করছেন উনি। আর প্রধানমন্ত্রী তাঁর বাড়িতে রাত কাটাচ্ছেন। কথায় কথায় সন্দেশখালি সঙ্গেশখালি করেন, কই রাজ্যপাল প্রসঙ্গে আপনি তো একটি কথাও বললেন না।

   

রানাঘাট রাজ্যের মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এদিনের সভা থেকে মতুয়াদের জন্য রাজ্য সরকার কী কী করেছে, সেই তালিকাও তুলে ধরেন মমতা। তিনি বলেন, মতুয়াদের জন্য আমরা অনেক কিছু করেছি। আমিই বড় মা-কে বঙ্গবিভূষণ দিয়েছিলাম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করেছি। মতুয়া বিকাশ পরিষদ তৈরি করেছি। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। ঠাকুরনগরে ফুল মান্ডি তৈরি করে দিয়েছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া আক্রমণ করেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, মধু আর বিধু। মধু মানে নম্বর ওয়ান আর বিধু মানে নম্বর টু। মধু-বিধু দুই ভাই, মিথ্যে কথা বলে যায়। তাই তো বলি এখন সময়, ওদের আপনারা বিদায় দিন। এনআরসি খেলা হবে, সিএএ-র খেলা হবে, ইউনিফর্ম সিভিক কোডের খেলা হবে, মোদী মিথ্যে বিরুদ্ধে খেলা হবে। দেশ আমরাই গড়ব, বাংলাই দেশ গড়বে।

মমতা বলেন, তৃণমূল যা প্রতিশ্রুতি দেয়, ১০০ শতাংশ করে। বিজেপির কাছে মানুষের কথার কোনও দাম নেই। ওরা যে গ্যারান্টি-গ্যারান্টি বলে, সেটা মিথ্যা। কোনও কাজ করে না ওরা, শুধু মিথ্যা প্রচার চালায়। প্রধানমন্ত্রী কথায় কথায় মিথ্যে কথা বলে, আপনারা ১৫ লক্ষ পেয়েছেন? বিনামূল্যে গ্যাস পেয়েছেন? বিনা পয়সা বিদ্যুৎ পেয়েছেন? কিচ্ছু পাননি।

রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকেও আক্রমণ করেন মমতা। বলেন, সব তথ্য আছে। ফাঁস করে দেব। সবাই জানে, আপনার চরিত্র কেমন। প্রসঙ্গত, আগামী ১৩ মে রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট। এই কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে রানাঘাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারীকে। আর সিপিএমের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন অলকেশ দাস।