তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ৩ বিজেপি সাংসদ! শীঘ্রই বিরাট চমক, দাবি তৃণমূল সাংসদের

একুশের বিধানসভা ভোটের পর (BJP) চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। ৩০-৩৫টি আসনে জেতার টার্গেট নিলেও বাংলা থেকে মাত্র ১২টি আসন পেয়েছে বিজেপি। এখানেই…

puducherry-bjp-mla-pml-kalyanasundaram-says-situation-is-not-good-for-2026

একুশের বিধানসভা ভোটের পর (BJP) চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। ৩০-৩৫টি আসনে জেতার টার্গেট নিলেও বাংলা থেকে মাত্র ১২টি আসন পেয়েছে বিজেপি। এখানেই শেষ নয়, মন্ত্রিত্ব নিয়ে বাংলার বিজেপি সাংসদদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না কেউ। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে।

এক্স হ্যান্ডেলে সাকেত লিখেছেন, বাংলার তিন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। খুব বড় চমক অপেক্ষা করছে সবাই জন্য। এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৪০। আর বিরোধীদের জোট ইন্ডিয়ার সাংসদ সংখ্যা ২৩৭। খুব শীঘ্রই এই সংখ্যা উল্টে যাবে বলে দাবি করেছে সাকেত। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিন জন দল ছাড়লে বিজেপি হয়ে যাবে ২৩৭, ইন্ডিয়া হয়ে যাবে ২৪০।

   

যদিও কোন তিনজন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা কবে বিজেপি ছাড়বেন, কবেই বা ইন্ডিয়া জোটে যোগ দেবেন, তা নিয়ে খোলসা করে কিছু বলেননি সাকেত। এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদের এহেন দাবি ঘিরে রাজ্য বিজেপি অন্দরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। যদিও তৃণমূলের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা।

সাকেত গোখলের এক্স পোস্ট

মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

বঙ্গ রাজনীতি দলবদল খুব মামুলি বিষয়। পঞ্চায়েত স্তরে তো প্রায় প্রতিদিন দলবদল চলছে রাজ্যে। কিন্তু সেটাই যখন বিধানসভা বা লোকসভা স্তরে হয়, তখন তা বিরাট আলোচনার বিষয় হয়ে যায়। ২০২১ সালে বিধানসভা ভোটের পর সবাইকে অবাক করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অর্জুন সিংও চমক দিয়ে তৃণমূলে ফেরেন।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

মিলতে চলেছে মমতার ভবিষ্যতবাণী? সরকার গঠন করলেও NDA-তে অসন্তোষ বাড়ছে