মসজিদের জন্য ১৫৭ কিমি দূর থেকে ইট নিয়ে বেলডাঙায় হাজির সফিকুল

বেলডাঙা: হুমায়ুন কবীরের উদ্যোগে বাবরি মসজিদ। শনিবার শিলান্যাস (Safikul bricks for Babri Masjid)। মসজিদের জন্য ১৫৭ দূর থেকে ইট নিয়ে বেলডাঙায় এলেন মহম্মদ সফিকুল ইসলাম।…

safikul-brings-bricks-babri-masjid-beldanga

বেলডাঙা: হুমায়ুন কবীরের উদ্যোগে বাবরি মসজিদ। শনিবার শিলান্যাস (Safikul bricks for Babri Masjid)। মসজিদের জন্য ১৫৭ দূর থেকে ইট নিয়ে বেলডাঙায় এলেন মহম্মদ সফিকুল ইসলাম। তাঁর দাবি, মসজিদের জন্য এই দীর্ঘ রাস্তা পেরিয়ে ইট আনতে কোনও কষ্ট হয়নি।

Advertisements

দক্ষিণ ২৪ পরগনার উত্তর বারাসতের বাসিন্দা মহম্মদ সফিকুল ইসলাম। ধর্মপ্রাণ মুসলিম পরিবারের সন্তান। নিজের মনেও ধর্মের প্রতি গভীর টান। সেই সুবাদেই সুদূর বেলডাঙা সফর। শনিবার সকাল সকাল বেলডাঙায় পৌঁছতে হবে! তাই অনেক আগে রওনা দিয়েছিলেন। সাত সকালে ১২ নম্বর জাতীয় সড়কে ইট মাথায় এক ব্যক্তিকে দেখে সাধারণের কৌতুহল বাড়ে। সেই আগন্তুকের বক্তব্যে অনেকেই অবাক।

   

বাবরি মসজিদের শিলান্যাসে রওনা হলেন হুমায়ুন

মহম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন যে শুক্রবার বাড়ি থেকে রওনা দেন তিনি। সেদিন রাতেই ট্রেনে চেপে মুর্শিদাবাদের বেলডাঙায় পৌঁছন। রাতটা স্টেশনেই কাটিয়েছেন। ভোরের আলো ফুটতেই মাথায় ইট নিয়ে রওনা দিয়েছেন, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবীর। স্বভাবতই সাধারণের প্রশ্ন, অনেক কষ্ট হল? সফিকুলের সাফ জবাব, “মসজিদের জন্য ইট এনেছি। এতে কষ্টের কী আছে? কোনও কষ্ট হয়নি।” মসজিদের জন্য ক্ষুদ্র অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে বলেও জানান তিনি।

২৩ বছর আগে আজকের দিনেই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই দিনই বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনীতির হাওয়া গরম। এই বিতর্কের জেরে দল থেকে সাসপেন্ড হতে হয়েছে তৃণমূলের টিকিটে জেতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে।

তারপরেও তিনি নিজের অবস্থানে অনড়। ঘাসফুলের শীর্ষ নেতৃত্বের দাবি, সংবিধান অনুসারে যে কেউ মসজিদ করতে পারেন। বাবরি-র মতো বিতর্কিত নাম নিয়ে দলের আপত্তি। একই মন্তব্য করছেন বিজেপির নেতারাও। সেই সঙ্গে তাঁদের দাবি, সবই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিত্রনাট্য অনুযায়ী।

এত রাজনৈতিক বিতর্কের খোঁজ রাখেন না উত্তর বারাসতের সফিকুল। তাঁর কাছে বাবরি মসজিদ আবেগ। সেই আবেগের টানেই ১৫৭ কিমি দূর থেকে ইট নিয়ে এসেছেন বেলডাঙায়। বিশ্লেষকদের একাংশের মতে, উজবেকিস্তানের হানাদার বাবর। ভারতে লুটপাট করতে এসে শাসন করেছেন। তাঁদের মহান করে দেখানো হয় ভারতের সিলেবাসে। বাইরের কুকীর্তি যে অনেকেই মনে রাখেন না বা রাখতে চান না তার বড় প্রমাণ শনিবারের শিলান্যাস।

Advertisements