ভোটযুদ্ধের ব্লুপ্রিন্ট প্রস্তুত! আরএসএস বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে তৎপর আরএসএস ও বিজেপি (RSS-BJP Meeting) । সেই লক্ষ্যেই আজ শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারদের সঙ্গে সমন্বয় বৈঠকে…

BJP Eyes Change in Bengal Unit: Samik Bhattacharya Could Take Over from Sukanta Majumdar

ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে তৎপর আরএসএস ও বিজেপি (RSS-BJP Meeting) । সেই লক্ষ্যেই আজ শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারদের সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন আরএসএস নেতারা। সূত্রের খবর, এই বৈঠকের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক(RSS-BJP Meeting) কর্মসূচির রূপরেখা ঠিক করা এবং আগামী দিনে সংগঠন কোন পথে এগোবে, তা চূড়ান্ত করা। নির্বাচনের আগে দল ও সংঘ পরিবারের মধ্যে সমন্বয় বাড়াতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Advertisements

ওয়াকিবহাল মহলের ধারণা, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং আরএসএসের (RSS-BJP Meeting) মধ্যে যে মতানৈক্য ও সমন্বয়ের ঘাটতি দেখা গিয়েছিল, তার প্রভাব ফলাফলে পড়ে। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সংগঠনগত(RSS-BJP Meeting) সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে বিজেপি। মহারাষ্ট্র, বিহার-সহ একাধিক রাজ্যে সাম্প্রতিক নির্বাচনী লড়াইয়ে বিজেপি ও আরএসএসের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার যে ছবি সামনে এসেছে, তা পশ্চিমবঙ্গেও প্রয়োগ করতে চাইছে দল।

   

গত এক বছরের বেশি সময় ধরেই বাংলার বুথ স্তরে সক্রিয় (RSS-BJP Meeting) আরএসএস। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তারা নিচুতলার কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এই প্রেক্ষাপটে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরএসএসের নিজস্ব মূল্যায়ন কী, তা আজকের বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর। বিশেষ করে গ্রাম ও শহরতলির এলাকায় ভোটারদের মনোভাব, সংগঠনের শক্তি ও দুর্বলতা এবং কোন কোন ইস্যুতে বিজেপি আরও জোর দিতে পারে, তা নিয়ে বিশদ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয়, নবনির্বাচিত বিজেপি সভাপতি রাজ্য সভাপতিদের সঙ্গেও আলাদা বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ-সহ যে সব রাজ্যে আগামী দিনে নির্বাচন রয়েছে, সেখানে সংগঠন কতটা প্রস্তুত, বুথ স্তরের কাজ কোথায় দাঁড়িয়ে এবং কোন কোন ক্ষেত্রে আরও জোর দেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকগুলির মাধ্যমে বিজেপি একটি সুসংহত ও কেন্দ্রীয়ভাবে সমন্বিত নির্বাচনী রণকৌশল গড়ে তুলতে চাইছে।

 

Advertisements