বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দলনেতাকে সতর্কবাণী রাজনাথের

rajnath-singh-warning-to-rahul-gandhi-army-not-for-politics

নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। সেনাকে রাজনৈতিক বিতর্কে টানার অভিযোগে রাহুলকে সরাসরি কটাক্ষ করে রাজনাথ বলেন, “আমাদের সেনার শুধু একটাই ধর্ম আছে ‘সৈন্য ধর্ম’। এর বাইরে অন্য কোনো ধর্ম, জাত বা রাজনীতি নেই। দেশের সেনাকে রাজনৈতিক প্রপাগান্ডার হাতিয়ার বানানো জাতির প্রতি অন্যায়।”

Advertisements

বুধবার লখনউয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, “ভারতের সেনারা সবসময় দেশের গৌরব। যখনই এই দেশ কোনো বিপদের মুখোমুখি হয়েছে, আমাদের জওয়ানরা বীরত্ব ও সাহসিকতার নজির স্থাপন করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত, রাজনৈতিক দোষারোপ নয়।” প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “কিছু মানুষ ভোটের রাজনীতিতে সেনার নাম ব্যবহার করতে চাইছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। সেনা আমাদের সীমান্তের সুরক্ষা দেয়, রাজনীতির হাতিয়ার নয়। তাদের ধর্ম একটাই — দেশরক্ষা।”

   

আল-নাসের বনাম এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়নস লিগ লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?

সম্প্রতি রাহুল গান্ধী তার এক নির্বাচনী সভায় কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা নীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “চিনের অনুপ্রবেশ রুখতে সেনাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।” এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, রাহুল বিদেশনীতি ও সেনার ভূমিকা নিয়ে বারবার এমন মন্তব্য করে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন।

রাজনাথ সিং সেই প্রসঙ্গেই বলেন, “ভারতের সেনাকে কোনোভাবেই সন্দেহের চোখে দেখা যায় না। তারা দেশের জন্য প্রাণ দিতে দ্বিধা করেন না। রাজনীতি করার জন্য সেনাকে টেনে আনা মানে দেশের প্রতি অবমাননা।” রাজনাথ সিং আরও বলেন, “আমাদের জওয়ানরা কোনো দলের নয়, তারা শুধু ভারতের। তাদের কাছে কোনো ধর্ম নেই, কোনো বিভাজন নেই। সীমান্তে দাঁড়িয়ে তারা শুধু একটি পতাকা দেখেন — তিরঙ্গা। আমি অনুরোধ করছি, কেউ যেন সেনার নাম নিয়ে রাজনৈতিক সুবিধা নিতে না চায়।”

Advertisements

প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি শিবিরে উৎসাহের ঢেউ। দলের নেতারা বলছেন, রাজনাথ সিং এমন এক সময়ে এই বার্তা দিলেন যখন বিরোধীরা সেনাবাহিনীকে বারবার প্রশ্নের মুখে ফেলতে চাইছে। অন্যদিকে, কংগ্রেস শিবির থেকে দাবি করা হয়েছে যে রাহুলের বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। দলের এক মুখপাত্র বলেন, “রাহুল গান্ধী কখনোই সেনার মর্যাদাকে ছোট করেননি। তিনি শুধু সরকারের সিদ্ধান্তে সেনার উপর অযথা চাপের বিষয়ে কথা বলেছেন।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে রাজনাথ সিং শুধু রাহুলকে নয়, বরং গোটা বিরোধী শিবিরকেই বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি না করার। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা থাকায় সেনাকে নিয়ে জনমত সংবেদনশীল।

ফলে এই ইস্যু নিয়ে রাজনীতি করা জনমনে বিপরীত প্রতিক্রিয়া আনতে পারে। রাজনাথের ভাষণ শেষ হয়েছে একটি আবেগঘন বার্তায় “যে দেশের সৈন্যরা নিজেদের জীবন উৎসর্গ করে জাতিকে রক্ষা করেন, তাদের সম্মানই ভারতের প্রকৃত শক্তি। সেই সম্মান রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের।”