HomeBharatরাহুলের হাইড্রোজেন বোমা 'হাস্যকর'! 'সহজ অঙ্ক' বোঝালেন মালব্য

রাহুলের হাইড্রোজেন বোমা ‘হাস্যকর’! ‘সহজ অঙ্ক’ বোঝালেন মালব্য

- Advertisement -

নয়াদিল্লি: দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চলাকালীন ভোট চুরির হাইড্রোজেন বোমা ‘বিস্ফোরণ’ ঘটিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। হরিয়ানার ভোটার তালিকায় প্রায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠকে দাবী করেন লোকসভার বিরোধী দলনেতা। প্রত্যুওত্তরে রাহুলের হাইড্রোজেন বোমাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করলেন বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

এক্সে একটি ‘সহজ অঙ্ক’ বুঝিয়ে রাহুলের দাবীকে ‘মিথ্যা বলে দাবী করলেন তিনি। এদিন অমিত মালব্য লেখেন, “উনি (রাহুল গান্ধী) দাবি করেছেন যে একজন মহিলা দুটি বুথে ২২৩ বার ভোট দিয়েছেন। আসুন কিছু সহজ হিসাব করি: ভোটগ্রহণ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে, অর্থাৎ ১১ ঘন্টার সময়সীমা। তাহলে, রাহুল গান্ধীর মতে, এই মহিলা প্রতি ঘন্টায় ২০ বার ভোট দিয়েছেন – অর্থাৎ প্রতি ৩ মিনিটে একটি ভোট!”

   

https://x.com/amitmalviya/status/1985987972429406452

এরপর কটাক্ষের সুর সপ্তমে চড়িয়ে মালব্য লেখেন, “এই সুপারওম্যানকে প্রতি তিন মিনিটে বুথে আসতে নিরাপত্তাকর্মী, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কেউই দেখতে পেলেন না। যেকোনো সাধারণ মানুষের লাইনে দাঁড়াতে, নথি যাচাই করাতে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যে সময় লাগে, তার কথা না হয় ছেড়েই দিলাম!” রাহুলের দাবী অনুযায়ী, একজন মহিলা ২০ বার ৩ মিনিটের মধ্যে ভোটকেন্দ্রে ঢুকল, ভোট দিল এবং বেরিয়ে গেল! রাহুলের (Rahul Gandhi) এই দাবী ঠিক ধোপে টিকছে না বলে মন্তব্য করেন অমিত মালব্য।

পাশাপাশি, তথ্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান না নিয়ে শুধুমাত্র সংবাদ শিরোনামে উঠে আসতে এবং বিহারে হারের আগে অজুহাত সাজাতে এসব বিরোধী দলনেতার বুজরুকি বলে মত প্রকাশ করেন মালব্য। সেইসঙ্গে বিজেপির আইটি শাখার প্রধান (Amit Malviya) আরও লেখেন, “আরও খারাপ বিষয় হল, এটি কেবল অজ্ঞতা নয় – এটি আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি জনসাধারণের বিশ্বাস নষ্ট করার একটি অশুভ প্রচেষ্টা। ভারতের নির্বাচন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, বারবার এই ধরনের ভিত্তিহীন অভিযোগকে অবজ্ঞার সাথে খারিজ করে দিয়েছে।”

রাহুলের ২৫ লক্ষ ভোটচুরির ‘হাইড্রোজেন বোমা’

মূলত, বুধবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে হরিয়ানার ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার দাবী করে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি দাবী করেন, গত বছর হরিয়ানার বিধানসভা নির্বাচনে ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। উদাহরণস্বরূপ হরিয়ানার ভোটার তালিকায় (Hariyana Voter List) ২২ টি এন্ট্রি তুলে ধরেন কংগ্রেস সাংসদ (Rahul Gandhi)।

তাঁর দাবী, ব্রাজিলীয় মডেল ম্যাথিউস ফেরেরোর ছবি ব্যাবহার করে ২২ টি নাম তালিকায় অন্তর্ভুক্ত কড়া হয়েছে। রাহুল গান্ধী বলেন, “এই ব্রাজিলিয়ান মহিলার ছবি ভোটার তালিকায় “সুইটি, সীমা, সরস্বতী” নামে ২২ বার দেখা গেছে।”

হরিয়ানার ১০ টি ভিন্ন বুথে ওই ছবি ব্যবহার করে একাধিক নামে ভোট পড়েছে। আরও একটি উদাহরণ তুলে তিনি একটি বিধানসভা কেন্দ্রে একই মহিলার ছবি ব্যবহার করে ১০০টি ভোটার আইডির কথা উল্লেখ করেন। রাহুলের অভিযোগ, ভোটার তালিকায় এমন কারসাজি করা হয়েছে, যাতে একটি নাম ও ছবি ব্যবহার করে যে কেউ হরিয়ানায় ভোট দিতে পারেন।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular